ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোবট কুকুর স্পট!

প্রকাশিত: ১০:১১, ২৮ সেপ্টেম্বর ২০১৯

  রোবট কুকুর স্পট!

মার্কিন রোবট নির্মাণকারী বোস্টন ডাইনামিক্স কোম্পানির তৈরি জনপ্রিয় রোবট কুকুর ব্যবহারের জন্য ভাড়া দেয়া শুরু হয়েছে। এর আগে এই কুকুর বানানোর খবর সামাজিক মাধ্যম ও অনলাইনে ছড়িয়ে পড়েছিল। ইউটিউবেও তার একটি ভিডিও দেখেছে বিশ্বের কোটি কোটি মানুষ। বোস্টন ডাইনামিক্স বলছে, কুকুরের মতো দেখতে চার পায়ের এই রোবটটিকে এখন একটি গাড়ির চাইতেও কম মূল্যে লিজ বা ভাড়া নেয়া যাবে। নির্মাণ কাজ, তেল, গ্যাস ক্ষেত্রে ও জননিরাপত্তা সংক্রান্ত কাজে এই রোবটটিকে ব্যবহার করা সম্ভব। একজন বিশেষজ্ঞ বলছেন, মূল্য বেশি হওয়ার কারণে অনেকেই হয়ত এটি ব্যবহার করতে আগ্রহী হবে না। তবে বোস্টন ডাইনামিক্স বলছে, কৃত্রিম এই কুকুরটির দাম কত হবে সেটা নির্ভর করছে এর চাহিদার ওপর। ব্রিটেনের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক ও রোবটিক্স বিশেষজ্ঞ নোয়েল শার্কি বলছেন, চতুষ্পদ রোবটের একটি দারুণ উদাহরণ হতে পারে এই স্পট। বিশেষ করে এর সঙ্গে হাত যুক্ত করার পর। এখন এটিকে আরও একটু বেশি ব্যবহারযোগ্য বলেই মনে হচ্ছে। পরীক্ষামূলকভাবে এখনও পর্যন্ত এক শ’টি স্পট তৈরি করেছে। স্পট ১৪ কেজি ওজন বহন করা, পড়ে গেলে উঠে দাঁড়ানো, -২০ থেকে ৪৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে পারে।
×