ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘বাঁচাও পৃথিবী, বাঁচাও বাংলাদেশ বাঁচাও প্রজন্ম’

প্রকাশিত: ০৯:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০১৯

 ‘বাঁচাও পৃথিবী, বাঁচাও বাংলাদেশ বাঁচাও প্রজন্ম’

স্টাফ রিপোর্টার ॥ বৈশ্বিক জলবায়ু ধর্মঘট উপলক্ষে এবার বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকেও আওয়াজ উঠল- বাঁচাও পৃথিবী, বাঁচাও বাংলাদেশ, বাঁচাও প্রজন্ম। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারী শিশু-কিশোরসহ তরুণ প্রজন্মের পক্ষ থেকে এই আওয়াজ তোলা হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবীর নিশ্চয়তার জন্য প্যারিস চুক্তির যথার্থ বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। টিআইবির পক্ষ থেকে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। একই সঙ্গে তারা জলবায়ু পরিবর্তন রোধে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি করে ক্রমান্বয়ে শতভাগে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিশ্চিত, জলবায়ু ট্রাস্ট ফান্ডের বরাদ্দ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশসমূহের প্রতিশ্রুত তহবিল সংগ্রহে আরও সক্রিয় হওয়া এবং এ খাতে বাস্তবায়িত প্রকল্পসমূহে কার্যকর জনসম্পৃক্ততার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জোর দাবি জানান। বৈশ্বিক জলবায়ু ধর্মঘটে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আপন ফাউন্ডেশন, শিশু ফোরাম বাংলাদেশ, ফ্রাইডে ফর ফিউচার বাংলাদেশ, লেটস চেঞ্জ দ্য ওয়ার্ল্ড এবং বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষসহ টিআইবির কর্মীগণ আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন।
×