ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ

প্রকাশিত: ০৯:৪০, ২৮ সেপ্টেম্বর ২০১৯

 আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ শনিবার। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর সারাবিশ্বে এই দিবসটি পালন করা হচ্ছে যথাযথ গুরুত্বের সঙ্গে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দিবসটি পালনে তথ্য কমিশনের পক্ষ থেকেও বিস্তারিত কর্মসূচী নেয়া হয়েছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তথ্য কমিশন থেকে জানানো হয়েছে আজ শনিবার এই উপলক্ষে জাতীয প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামীকাল রবিবার শাহবাগ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালি শেষে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে এক আলোচনা সভা। আলোচনা অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। তথ্যের সর্বজনীন অধিকারে আন্তর্জাতিক দিবস সাধারণত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস হিসেবে পরিচিত। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রতিবছর ২৮ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়। সংশ্লিষ্টরা বলছেন, এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি দিবস। দিনটি ২০১৫ সালের নবেম্বর মাসে উদ্বোধন করা হয়েছিল এবং ২৮শে সেপ্টেম্বর ২০১৬ এ প্রথম অনুষ্ঠিত হয়েছিল। দিনটি ২০০২ সাল থেকে আন্তর্জাতিক জানা অধিকার দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছিল এবং আন্তর্জাতিক নাগরিক সমাজের সমর্থকরা এটির বর্তমান রূপটি ২০১২ সালে শুরু করেছিলেন।
×