ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রেবেকা ইসলামের ছড়া-কবিতা

প্রকাশিত: ০৯:১১, ২৮ সেপ্টেম্বর ২০১৯

 রেবেকা ইসলামের ছড়া-কবিতা

বীথি রনি পুঁটি ছোট মেয়ে বীথি ডানে বাঁধে সিঁথি হাঁসছানা দেখে বলে আয় আয় তি তি। রনি ওর ভাই মোটে চুল নাই কাছে এলে ফট করে টাকে মারে ঘাই। ভাই-বোন সাথি দিনে কিবা রাতি ছাগলের ছানা নিয়ে করে মাতামাতি। ছাগলছা পুঁটি হাঁটে গুটি গুটি ব্যাঁ ব্যাঁ করে ছুটে, যদি কাছে পড়ে খুঁটি। বীথি পুঁটি রনি তুলতুলে ননী মায়ের কলিজা আর নয়নের মণি। * খুকুর বেড়াল চিলেকোঠায় খুকুর বেড়াল কাল দিয়েছে ছানা ওদের ঘরে ঢোকা নিষেধ মা করেছে মানা। ছোট্ট খুকু কেঁদে সারা বন্ধ খানাদানা সকাল থেকে সাঁঝ অবধি কাঁদল সে একটানা। অবশেষে নরম হলো মায়ের মেজাজখানা খবর পেয়ে উড়ল খুকু মেলল খুশির ডানা।
×