ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার নেতৃত্বে দেশ দারিদ্র্যের অভিশাপমুক্ত হচ্ছে ॥ চট্টগ্রাম মেয়র

প্রকাশিত: ০৮:৫৯, ২৮ সেপ্টেম্বর ২০১৯

শেখ হাসিনার নেতৃত্বে দেশ দারিদ্র্যের অভিশাপমুক্ত  হচ্ছে ॥ চট্টগ্রাম মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ গণজাগরণের জনপদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের ধারায় প্রবহমান রেখেছেন। তিনি ধরিত্রীকে ধন্য করেছেন মানবিকতার উজ্জ্বল স্বপ্নাকাশে। একটি সরকারের স্থিতিকালের ধারাবাহিকতা প্রয়োজন। তৃতীয়বারের মতো সরকারের ধারাবাহিকতায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হচ্ছে। তিনি বাংলাদেশের বিজয়ের ঠিকানা। শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লায় নগরভবন চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে দু’দিনব্যাপী বর্ণাঢ্য, নান্দনিক, সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা উপকমিটির শেখ হাসিনা জন্মোৎসব উদযাপন পরিষদ এ আয়োজন করে। চসিক মেয়র তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার মাহাথিরের মতো বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করেছেন। মালয়েশিয়ার সাম্প্রতিক বিপর্যয়ের মুখে মাহাথির মোহাম্মদকে ৯২ বছর বয়সেও জনগণ সে দেশের সরকারপ্রধান করেছে। কারণ দেশকে এগিয়ে নিতে মাহাথিরকে প্রয়োজন। আমাদেরও প্রয়োজন শেখ হাসিনাকে। তিনি শিশু- কিশোরদের উদ্দেশে বলেন, তোমাদের হাতে বছরের শুরুতে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি কবি ও সাংবাদিক অরুণ দাশ গুপ্ত বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ হতো না, তেমনই শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ আলোকের ঝর্ণাধারায় উদ্ভাসিত হতো না। বাংলাদেশের জয়যাত্রার সফল রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শূন্য থেকে শুরু করে প্রাপ্তির পূর্ণতায় বাংলাদেশ আলোকিত করেছেন। কোন বিশেষণে তাকে মূল্যায়িত না করেও বলতে হয়, তিনি বাঙালীর প্রাণ ভোমরা। স্বাগত বক্তব্যে আয়োজক পরিষদের সদস্য সচিব চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিদ বলেন, শেখ হাসিনার জন্মদিনের শুভক্ষণে বাংলাদেশ আজ বিজয়ের মহাসমুদ্র। সমুদ্রসীমা বিজয়ী শেখ হাসিনা বাংলাদেশের বিজয়ের ঠিকানা। দু’দিনব্যাপী অনুষ্ঠানের ধারাবাহিক কার্যক্রম হিসেবে সকালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত শেষে শিশুদের নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে তার দু’দিনব্যাপী জন্মোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা জন্মোৎসব উদযাপন পরিষদের সমন্বয়ক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও আয়োজক পরিষদের সহসমন্বয়কারী রুবেল আহমেদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক পরিষদের প্রধান সমন্বয়কারী এম এ মান্নান শিমুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন তালুকদার, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, নগর যুবলীগের সদস্য সুমন দেবনাথ, জাবেদুল আলম সুমন, আয়োজক পরিষদের পৃষ্ঠপোষকমন্ডলীর সদস্য সুমন সাহেদ সিদ্দিকী, ক্রীড়া সংগঠক মোহাম্মদ আছরার ও সিজেকেএস সদস্য ইঞ্জি. রাশেদুর রহমান মিলন। আজ ২৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় ‘বিশ্ব মানবতার জননী আলোকেরই ঝর্ণাধারায় ধরিত্রী নেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।
×