ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিভিন্ন শ্রেণী পেশার ১৫০ জনের সঙ্গে সংলাপ

হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ

প্রকাশিত: ০৮:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০১৯

 হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ

হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম ব্যাপক তোপের মুখে পড়েছেন। সমালোচনার ঝড় বয়ে গেছে তার ওপর দিয়ে। বৃহস্পতিবার রাতে শহরের নাগরিক সমাজের সঙ্গে বৈঠকে বসেন ক্যারি লাম। সেখানে দুই ঘণ্টারও বেশি সময় তার সমালোচনায় মুখর ছিলেন অংশগ্রহণকারীরা। হংকংয়ের বিক্ষোভকারীদের ওপর পুলিশের অত্যধিক বলপ্রয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে তার সমালোচনা করা হয়। গত ১৬ সপ্তাহের ধারাবাহিক বিক্ষোভের পর এই প্রথম তার বেজিংপন্থী প্রশাসন সমালোচকদের নিয়ে বৈঠকে বসেন। এই বৈঠকটি তার জনসংযোগ সম্পর্কিত বলে যে অভিযোগ করা হয় সেটি সন্ধ্যায় অস্বীকার করেন লাম। তিনি বলেন, তার সরকারের ওপর যেহেতু কিছুটা আস্থা কমে গেছে তাই এখানে তিনি এসেছেন কথা শুনতে। তিনি বলেন, ‘আমার ওপর বিশাল দায়িত্ব রয়েছে। আমি দায়িত্ব এড়িয়ে যাব না।’ বৃহস্পতিবারের এই বৈঠকে অংশগ্রহণের জন্য ২০ হাজারেরও বেশি মানুষ আবেদন করেছিল। সেখান থেকে লটারির মাধ্যমে ১৫০ জনকে বাছাই করে কর্তৃপক্ষ। স্পোর্টস স্টেডিয়ামের অভ্যন্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে আন্তরিকতাপূর্ণ পরিবেশ থাকলেও বাইরে বিক্ষোভ করতে থাকে হাজার হাজার বিক্ষোভকারী। বৈঠকটি যখন শেষ হয় তখন দাঙ্গা পুলিশ রাস্তার ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। কারণ মুখোশ পরিহিত কিছু বিক্ষোভকারী সেখানে অবস্থান করছিল। বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে খুব কম লোকই তার প্রতি সহানুভূতি দেখান। অধিকাংশ লোকই পুলিশের বিরুদ্ধে বর্বর নির্যাতনের অভিযোগ এবং যেভাবে বিক্ষোভ মোকাবেলা করা হচ্ছে সে বিষয় তদন্তে স্বাধীন কমিশন গঠনের জন্য হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের প্রতি আহ্বান জানান। মুখোশ পরিহিত এক নারী বলেন, ‘পুলিশ বর্তমানে সরকারের রাজনৈতিক হাতিয়ার হিসেবে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে পুলিশের ক্ষমতার অপব্যবহার প্রমাণ করার কোন উপায় নেই।’ বৈঠকে অংশগ্রহণকারী আরেক মহিলা বলেন, ‘প্রত্যেকেই পুলিশের প্রতি আস্থা হারিয়েছে।’ আরেকজন বলেন, পুলিশ এমন একটি অবস্থার সৃষ্টি করেছে যা রাজনৈতিকভাবেই কেবল সমাধান হতে পারে। অন্যরা সর্বজনীন ভোটাধিকারের আহ্বান জানান। বর্তমানে প্রধান নির্বাহী বেজিংপন্থি একটি কমিটির পছন্দ করা এবং শহরের মাত্র অর্ধেক আইন প্রণেতা সরাসরি ভোটে নির্বাচিত। বৈঠকে উপস্থিত একজন বলেন, ‘আপনি বলছেন, আপনি জনগণের কথা শুনতে চান। কিন্তু গত তিন মাস ধরে তারা তাদের দাবি জানিয়ে আসছে।’ এক বক্তা হংকংয়ের পরিস্থিতিকে ক্যান্সারের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘আর এই অসুস্থতাকে আপনি কিছু ব্যথানাশক দিয়ে সারাতে চান।’ পুরো বৈঠকে মাত্র ৩০ জন লোককে বক্তৃতা দেয়ার সুযোগ দেয়া হয়। এর মধ্যে ২৪ জন সরাসরি সরকারের সমালোচনা করেন। দু’জন নিরপেক্ষ মন্তব্য করেন এবং চারজন ক্যারি লামের সরকারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তবে বৃহস্পতিবার কোন সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেননি লাম। বরং তিনি জনগণের কথা শুনতে এ ধরনের বৈঠক অব্যাহত রাখার বিষয়টি উল্লেখ করেন।
×