ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উহান ওপেনের শেষ চারে দুর্দান্ত পেত্রা কেভিতোভা

সেমিফাইনালে বার্টি-সাবালেঙ্কা

প্রকাশিত: ১২:০১, ২৭ সেপ্টেম্বর ২০১৯

সেমিফাইনালে বার্টি-সাবালেঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন এ্যাশলে বার্টি এবং এ্যারিনা সাবালেঙ্কা। নিজেদের সেরাটা ঢেলে দিয়ে উহান ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন দুই তারকাই। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় এ্যাশলে বার্টি কঠিন লড়াইয়ের পর ৭-৬ (৮/৬), ৩-৬ এবং ৬-৩ গেমে পরাজিত করেছেন ক্রোয়েশিয়ার পেত্রা মার্টিচকে। শেষ আটের আরেক ম্যাচে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন এ্যারিনা সাবালেঙ্কাও তিন সেটের লড়াই জিতে সেমিফাইনালের টিকেট কেটেছেন। এদিন তিনি ৬-৩, ১-৬ এবং ৬-১ গেমে পরাজিত করেছেন এলিনা রিবাকিনাকে। বিশ্ব টেনিসে ২০১৯ সালের অন্যতম সেরা চমক এ্যাশলে বার্টি। ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেই পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন তিনি। ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়ের পর বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করে নেন তিনি। তবে মৌসুমের তৃতীয় ও শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন বার্টি। তথাপি হাল ছাড়তে নারাজ এই অস্ট্রেলিয়ান তারকা। মৌসুমের শেষ সময়টাতে নিজেকে মেলে ধরতে চান তিনি। সেই লক্ষ্যেই উহান ওপেনের মিশন শুরু করেছিলেন অস্ট্রেলিয়ান টেনিসের এই প্রতিভাবান খেলোয়াড়। শুরুটাও করেন দোর্দ- প্রতাপে। রাউন্ড অব ৩২-এ তিনি পরাজিত করেন ফরাসী তারকা ক্যারোলিন গার্সিয়াকে। শেষ ষোলোর ম্যাচে আমেরিকান তারকা সোফিয়া কেনিনকে রীতিমতো উড়িয়েই দেন তিনি। তবে কোয়ার্টার ফাইনালে পেত্রা মার্টিচকে হারাতে ঘাম ঝরেছে তার। তিন সেটের লড়াই স্থায়ী হয় দুই ঘণ্টা ২৩ মিনিট। শেষের হাসিটা অবশ্য এ্যাশলে বার্টিই হাসেন। দারুণ খেলে মার্টিচকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন তিনি। ফাইনালে উঠার লড়াইয়ে আজ এ্যাশলে বার্টির প্রতিপক্ষ এ্যারিনা সাবালেঙ্কা। বেলারুশ সুন্দরীও উহান ওপেনে দুর্দান্ত গতিতে ছুটছেন। কোয়ার্টার ফাইনালে রিবাকিনাকে হারাতে তার সময় লাগে ১ ঘণ্টা ৪১ মিনিট। উহান ওপেনে ওয়াইল্ডকার্ড নিয়ে খেলতে এসেছিলেন রিবাকিনা। শুরুটা বেশ ভালই করেছিলেন তিনি। কিন্তু শেষ আটেই জয়রথ থেমে যায় কাজাখস্তানের এই খেলোয়াড়ের। ২০ বছরের রিবাকিনাকে হারিয়ে চলতি মৌসুমের পঞ্চম টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট কাটলেন সাবালেঙ্কা। উহান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন সাবালেঙ্কার সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। যেখানে তার শক্ত প্রতিপক্ষ এ্যাশলে বার্টি। সেরেনা উইলিয়ামস-মারিয়া শারাপোভা কিংবা ক্যারোলিন ওজনিয়াকি-ভিক্টোরিয়া আজারেঙ্কারা এখন ক্যারিয়ারের গোধূলিতে। অন্যদিকে বিশ্ব টেনিসে চলছে এখন তারুণ্যের দাপট। উহান ওপেনের প্রথম সেমিফাইনালটা তার বড় প্রমাণ। এ্যারিনা সাবালেঙ্কার বর্তমান বয়স ২১। অন্যদিকে এ্যাশলে বার্টির ২৩। অস্ট্রেলিয়ান তারকা ইতোমধ্যেই গ্র্যান্ডস্লাম জিতেছেন। সাবালেঙ্কা মেজর শিরোপা জিততে না পারলেও টেনিস কোর্টে আলো ছড়াচ্ছেন নিয়ম করেই। এই দুই তারকা ছাড়াও চলতি মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন জাপানের আরেক তরুণী নাওমি ওসাকা। উইম্বলডনের চ্যাম্পিয়ন হয়েছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ। আর মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে ইউএস ওপেনে তো রীতিমতো বাজিমাত করেছেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। কানাডার ১৯ বছরের এই তরুণী এবার সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েছেন। সেই সঙ্গে ২০০০ সালের পর জন্মগ্রহণ করা প্রথম খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও গড়েছেন আন্দ্রেস্কু। তবে ক্যারিয়ারের গোধূলিতেও ঝলক দেখাচ্ছেন পেত্রা কেভিতোভা। চেক প্রজাতন্ত্রের এই অভিজ্ঞ খেলোয়াড়ও দুর্দান্ত খেলে জায়গা করে নিয়েছেন উহান ওপেনের সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালের ম্যাচে বৃহস্পতিবার তিনি ৬-২ এবং ৬-৪ গেমে উড়িয়ে দিয়েছেন ডায়ানা ইয়েসট্রেমস্কাকে।
×