ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুলিশের গাড়ি দেখে পালাতে গিয়ে

প্রকাশিত: ১১:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০১৯

পুলিশের গাড়ি দেখে পালাতে গিয়ে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় তাস খেলার সময় পুলিশের গাড়ি দেখে পালাতে গিয়ে পানিতে ডুবে মজনু মিয়া (৪৫) নামে এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম মৃত কোরবান আলী। গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর বড় বাজার গ্রামে। নিহতের স্বজনদের দাবি, পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। বাড্ডা থানার উপপরিদর্শক রমজান জানান, বৃহস্পতিবার ভোরে বেড়াইদ ঝিল থেকে মজনুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মজনুর শ্যালক মোঃ কামাল হাওলাদার জানান, বুধবার বিকেলে ফটিক গার্মেন্টস সংলগ্ন বেরাইদ এলাকায় কয়েকজন বসে তাস খেলছিল। সে সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে পাশের একটি ঝিলে কয়েকজন ঝাঁপ দেন। ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে দুই হাজার পিস ইয়াবাসহ মোঃ আলীরাজ (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃত আলীরাজের বাড়ি শরিয়তপুরের ডামুড্যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কমলাপুর রেলওয়ে থানার (জিআরপি) ওসি রকিব উল হোসেন জানান, গোপন সংবাদের পান ইয়াবা বিক্রির উদ্দেশে কক্সবাজার থেকে মেইল ট্রেনে ঢাকায় এসেছে আলিরাজ। ওই খবরের ভিত্তিতে সকালে কমলাপুর স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ বিষয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নম্বর ১৬।
×