ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘সরকারী হাসপাতালের প্রতি মানুষের আস্থা আগের চেয়ে বেড়েছে’

প্রকাশিত: ১১:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০১৯

‘সরকারী হাসপাতালের প্রতি মানুষের আস্থা আগের চেয়ে বেড়েছে’

বিশেষ প্রতিনিধি ॥ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারী হাসপাতালগুলোর প্রতি মানুষের আস্থা আগের চেয়ে অনেক বেড়েছে। অনেক সময় ব্যবস্থাপনার দুর্বলতার জন্য মানুষের মাঝে আস্থাহীনতার সৃষ্টি হয়। ফলে অনেকেই চিকিৎসার জন্য বিদেশে যান। এতে দেশের অর্থ বাইরে চলে যায়, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। পাশাপাশি তিনি স্বাস্থ্য খাতসহ অন্যান্য সকল সেবাখাতের অধিক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেছেন। বৃহস্পতিবার ঢাকায় সরকারী কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ত্রয়োদশ বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। এই লক্ষ্য অর্জন করতে হলে উৎপাদন খাতের পাশাপাশি সেবা খাতের আরও উন্নয়ন ঘটাতে হবে। সরকারী হাসপাতালগুলোর প্রতি মানুষের আস্থা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। অনেক সময় ব্যবস্থাপনার দুর্বলতার জন্য মানুষের মাঝে আস্থাহীনতার সৃষ্টি হয়। ফলে অনেকেই চিকিৎসার জন্য বিদেশে যান। এতে দেশের অর্থ বাইরে চলে যায়, যা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর।
×