ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বর্নাঢ্য আয়োজনে বিশ্ব লাং দিবস পালিত

প্রকাশিত: ১১:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০১৯

বর্নাঢ্য আয়োজনে বিশ্ব লাং দিবস পালিত

২৫ সেপ্টেম্বর ছিল ৩য় ‘বিশ্ব লাং দিবস’। এই বছর দিবসটির মূল প্রতিপাদ্য ‘রোগমুক্ত ফুসফুস ও বিশুদ্ধ বায়ু, নিশ্চিত করে দীর্ঘ আয়ু’। প্রতিবারের মতো এবারও ‘এ্যাজমা এ্যাসোসিয়েশন বাংলাদেশ’ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালন করে। এ উপলক্ষে বুধবার সকাল ৯টায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে এ্যাজমা এ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাঃ বশীর আহাম্মদ, মহাসচিব অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহেদুর রহমান খান ও অন্যান্য আজীবন সদস্যসহ হাসপাতালের সকল পর্যায়ের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে শুরু করে শেখ রাসেল গ্যাস্ট্রো লিবার ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, নিকটস্থ স্বাস্থ্য অধিদফতর সংলগ্ন রাস্তা ও মহাখালী টিবি গেট প্রদক্ষিণ করে। ঐদিন দুপুর ১টায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ডাঃ নারায়ণ চন্দ্র দত্ত নিতাই অডিটরিয়ামে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মারাত্মক এ্যাজমার চিকিৎসা পদ্ধতি বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। অধ্যাপক ডাঃ বশীর আহাম্মদ, সভাপতি এ্যাজমা এ্যাসোসিয়েশন বাংলাদেশ সেমিনারে সভাপতিত্ব করেন এবং এ্যাজমা এ্যাসোসিয়েশন বাংলাদেশের মহাসচিব, অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহেদুর রহমান খান সেমিনারে সবাইকে স্বাগত জানান। সেমিনারে নবীন-প্রবীণ বক্ষব্যাধি চিকিৎসক ও এ্যাজমা এ্যাসোসিয়েশন বাংলাদেশের আজীবন সদস্যসহ সকল পর্যায়ের চিকিৎসক উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×