ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওজন ও পরিমাপে কারচুপি ॥ নয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা, জরিমানা

প্রকাশিত: ১১:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০১৯

ওজন ও পরিমাপে কারচুপি ॥ নয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা, জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের ও এক লাখ চুরাশি হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর শাহবাগ থানা, মানিকগঞ্জ জেলা সদর ও জামালপুর জেলা সদর এলাকায় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। বৃহস্পতিবার বিএসটিআইর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। অভিযুক্ত প্রতিষ্ঠানের মধ্যে শাহবাগ এলাকার মেসার্স রমনা পেট্রোল পাম্পে পরিমাপে অকটেনে ইউনিটে প্রতি ১০ লিটারে ১১০ মিলি কম পাওয়ায় তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মানিকগঞ্জ জেলা সদরে কাপড় পরিমাপে মিটার স্কেলের পরিবর্তে গজকাঠি ব্যবহার করায় মেসার্স মিজান বস্ত্র বিতানকে তিন হাজার টাকা ও আদর্শ বস্ত্র বিতানকে তিন হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ নেল পলিশ বিক্রয়ের দায়ে মেসার্স আসমা কসমেটিক্সকে পাঁচ হাজার টাকা ও মেসার্স খান ডিপার্টমেন্টাল স্টোরকে পাঁচ হাজার টাকা এবং মেসার্স মদিনা গ্র্যান্ড সুইটস-এ দই এর পণ্যে ওজন ও মূল্য লেখা না থাকায় তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উল্লেখ্য, একই দিনে জামালপুর জেলা সদরে অন্য একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্যাকড পয়েন্টের মাধ্যমে জ্বালানি তেল বিক্রয়ে কম প্রদানের দায়ে যথাক্রমে মেসার্স হাসান পেট্রোলিয়ামকে প্রতি ২ লিটারে ১০০ মিলি কম দেয়ায় দশ হাজার টাকা, মেসার্স রায়হান এন্টারপ্রাইজকে প্রতি ২ লিটারে ১০০ মিলি কম দেয়ায় পাঁচ হাজার টাকা এবং মেসার্স জুঁই এন্টারপ্রাইজকে প্রতি ৫ লিটারে ২০০ মিলি কম দেয়ায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮ লঙ্ঘন করায় উপরোক্ত ৯ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট এক লাখ চুরাশি হাজার টাকা জরিমানা আদায় করে মামলাগুলো তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হয়। ঢাকা মহানগরীতে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল এহসান এবং মানিকগঞ্জ ও জামালপুর জেলায় সংশ্লিষ্ট বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। এ সময় বিএসটিআইর সংশ্লিষ্ট কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
×