ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রংপুর-৩ উপনির্বাচন

ক্রমেই বাড়ছে সাদের গ্রহণযোগ্যতা

প্রকাশিত: ১১:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০১৯

ক্রমেই বাড়ছে সাদের গ্রহণযোগ্যতা

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৬ সেপ্টেম্বর ॥ এরশাদের শূন্য আসনের উপনির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে প্রচার। নির্বাচনে ৬ প্রার্থী থাকলেও মাঠে সরব উপস্থিতি ৩ জনের। এরা হলেন প্রয়াত এরশাদের পুত্র জাপা প্রার্থী রাহগীর আল মাহি সাদ এরশাদ, ভাতিজা স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ এবং বিএনপি প্রার্থী রিটা রহমান। মাঠ ঘুরে জানা গেছে, সাদ এরশাদ রাজনীতিতে নবাগত হওয়ায় প্রথমদিকে তাকে মেনে নিতে কুণ্ঠাবোধ করতেন খোদ জাপার নেতাকর্মীরা। কিন্তু সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাদ এরশাদের গ্রহণযোগ্যতা বেড়ে চলছে। বিশেষ করে রংপুর শহরের বাইরের গ্রাম এলাকায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে সাদ এরশাদ। তার প্রচারও দিনে দিনে জোরালো হচ্ছে এবং গণসংযোগ ব্যাপক সারা ফেলেছে ভোটারদের মাঝে। জাপার যেসব সিনিয়র নেতা এতদিন দূরে ছিলেন তারাও ধীরে ধীরে সাদ এরশাদের পক্ষে মাঠে নেমেছেন। বাকিরাও সাদের পক্ষ নেবেন বলে শোনা যাচ্ছে। জেলা জাপা সহসভাপতি আজমল হোসেন লেবু বলেন, মান-অভিমান ভুলে জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে সাদ এরশাদের পক্ষে থাকবে। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী আসিফ শাহরিয়ার এরশাদের ভাতিজা হলেও তিনি দলের কেউ নন। আসিফের পক্ষে যে দু-চারজন আছেন তারাও দলের কেউ নন। দলের মূল নেতৃবৃন্দ সাদের পক্ষেই কাজ করছেন। অপরদিকে, জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন মহাজোটের প্রার্থী হিসেবে লাঙ্গলের পক্ষেই আমরা থাকব। শুক্রবার বর্ধিত সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তারপরই নির্বাচনের মাঠে প্রচারে নামবে আওয়ামী লীগ। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ধনজয় কুমার তাপস বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তে এ আসনটি জাপাকে ছাড় দেয়া হয়েছে। সে কারণে লাঙ্গলের প্রার্থীই মহাজোটের প্রার্থী। মহাজোটের প্রার্থীর বাইরে কাউকে ভোট দেয়ার সুযোগ আমাদের নেই। জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি বলেন, সাদ এরশাদ যেহেতু মহাজোটের প্রার্থী আমরা তার পক্ষেই কাজ করতে চাই। আমরা শুধু কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় আছি। কেন্দ্রের নির্দেশনা এলে আমরা মাঠে নামব। টানা ৩ দিন মুষলধারায় বৃষ্টির কারণে প্রচার কার্যক্রম ব্যাহত হলেও বৃহস্পতিবার নগরীর কয়েকটি পয়েন্টে গণসংযোগ করে নির্বাচনী প্রচার চালিয়েছেন প্রার্থীরা। এর মধ্যে সাদ এরশাদ শাপলা চত্বর, জাহাজ কোম্পানির মোড়, সিটি বাজারে প্রচার চালান। এ সময় তিনি প্রেসক্লাবের সামনে ধর্মসভা মন্দির এবং পায়রা চত্বরে কালীমন্দিরে দুর্গা পূজার প্রস্তুতি পরিদর্শন করেন এবং হিন্দু-বৗদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। সাদ এরশাদের প্রচারে দলের পক্ষে ছিলেন জাপার যুগ্ম সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম সাফি,সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল বারী মুন্সি, যুব নেতা শাহিন হোসেন জাকির প্রমুখ।
×