ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০১৯

টুকরো খবর

জাতীয় নজরুল সম্মেলন শুরু স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যিক, সাংস্কৃতিক অবদানকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কবি নজরুল ইনস্টিটিউটের আয়োজনে এবং পঞ্চগড় জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার ও নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ শীর্ষক প্রকল্পের আওতায় পঞ্চগড় সরকারী অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় সরকারী অডিটরিয়ামে ‘বঙ্গবন্ধুর চেতনায় নজরুলের স্বাধীন চিন্তা’ শীর্ষক আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম, নজরুল ইনস্টিটিউটের প্রাক্তন নির্বাহী পরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ও কবি নজরুল ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক আব্দুর রহিম, নীলফামারী সরকারী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মনিশঙ্কর দাশগুপ্ত, পঞ্চগড় সাহিত্য সংসদের সভাপতি আরিফুল ইসলাম পল্লব। পুলিশ শ্রমিক সংঘর্ষ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৬ সেপ্টেম্বর ॥ ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিক্সা চলাচলে বাধা দেয়া ও গাড়ি আটকের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে বাহুবলের মিরপুর বাজারে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, লাটিচার্জ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে হাইওয়ে থানা পুলিশের ওসি লিয়াকত হোসেন ও ৭ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহত পুলিশ সদস্যরা হলেনÑ এসআই মাসুক মিয়া, এএসআই হাবিবুর রহমান, কনস্টেবল রিফাত, আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম ও নিশান কান্ত দেব। এদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহত শ্রমিকরাও স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। বশেমুরকৃবিতে কৃষকদের কর্মশালা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি সমূহ’র ওপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত প্রযুক্তিসমূহ কৃষকদের মাঝে মাঠ পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ড. এমএ ওয়াজেদ মিয়া কেন্দ্রীয় গবেষণাগারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন। ভাইস চ্যান্সেলর উদ্বোধনী বক্তব্যে বলেন, কৃষি উন্নয়নে কৃষকদের অবদান অনস্বীকার্য। উন্নত জাতের ব্যবহার এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে দেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আমরা দ্রুত, নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টিমান উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছি। তিনি কর্মশালার সার্বিক সাফল্য কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষিবিদ ড. কাজী এম বদরুদ্দোজা বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে কর্মশালায় গাজীপুর জেলার ২৫ কৃষক অংশগ্রহণ করেন। হাজার বস্তা চাল উদ্ধার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর একটি চালকলের গুদামে মজুদ করা এক হাজার ৩৫৬ বস্তা সরকারী চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর বিসিক এলাকার চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের গুদাম থেকে এসব চাল জব্দ করে দুর্নীতি দমন কমিশন, দুদক। অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন। তিনি বলেন, দুদক হটলাইন নম্বর ১০৬-এ অভিযোগ পেয়ে চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের গুদামে অভিযান চালায়। এ সময় ওই গুদামে খাদ্য অধিদফতরে এক হাজার ৩৫৬ বস্তা চাল পাওয়া যায়। অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের খালধারের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল । একই সঙ্গে সাতক্ষীরার প্রাণ এই খালকে উন্মুক্ত ও দূষণমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী সব ব্যবস্থা নেয়া হলেও ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়টি নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক তার সম্মেলন কক্ষে এক জরুরী সংবাদ সম্মেনে এই ঘোষণা দিয়ে বলেন ,একটি মহল খালধারের দোকানপাট ও অন্যান্য স্থাপনা উচ্ছেদে বাধা হয়ে দাঁড়াতে চায়। তিনি বলেন, পরিবেশবান্ধব সাতক্ষীরা গড়ে তোলার লক্ষ্যে এরই মধ্যে ‘ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা’ সামাজিক আন্দোলন শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, সদর ইউএনও দেবাশীষ চৌধুরী, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৪ জুয়াড়ি আটক স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর পৌর এলাকার সাঁড়া গোপালপুরে দু’টি ক্লাব থেকে ১৪ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঢাকার মতো উন্নত মানের ক্যাসিনো না হলেও ৪৪ হাজার টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে পুলিশ সাঁড়া গোপালপুরের সূর্য্য সংঘ ক্লাব ও অন্য একটি নতুন ক্লাব থেকে তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো বাঘইল ইপিজেড গেট এলাকার এসকেন্দার সরকারের ছেলে তৌহিদুল ইসলাম, সাঁড়া গোপালপুর এলাকার আরশেদ ম-লের ছেলে শহিদুল ইসলাম, মৃত মসলেম উদ্দিনের ছেলে শাকিল আহম্মেদ, আব্দুল হামিদ প্রামাণিকের ছেলে সেলিম প্রামাণিক, ইউনুস প্রামাণিকের ছেলে সাহাবুল প্রামাণিক, মৃত জামরুল সরদারের ছেলে তুফান সরদার, ইয়াছিন আলী মোল্লার ছেলে সাইফুল ইসলামসহ ১৪ জন। ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে ৫শ’ ১২ ইয়াবাসহ মোঃ এবাদুল ইসলাম (৪৯) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। বুধবার মধ্য রাতে তাকে উপজেলার গোয়ালী মান্দ্রা হতে গ্রেফতার করা হয়। র‌্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লৌহজংয়ের গোয়ালী মান্দ্রা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫শ’ ১২ ইয়াবা উদ্ধার করা হয়। সে স্থানীয় ৪ নং ওয়ার্ড মেম্বার ও গোয়ালি মান্দ্রা বেদে পল্লীর বুলবুল আহমেদের পুত্র। ফরিদপুরে ৯ দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৬ সেপ্টেম্বর ॥ মধুখালীতে একটি বাজারে আগুনে একটি পাটের গুদামসহ ৯ দোকান পুড়ে গেছে। এতে বুধবার রাত ২টার দিকে উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী মৃধার বাজারে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। মধুখালী দমকল বাহিনীর দুটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জানা গেছে, বাচ্চু মিয়ার পাটের গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন সূত্রপাত। তিন শিক্ষার্থীকে পিটিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৬ সেপ্টেম্বর ॥ বড়াইগ্রাম উপজেলার লক্ষèীচামারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে উড়োজাহাজ দেখতে মাঠে যাওয়ায় তিন শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছেন প্রধান শিক্ষক জাকির হোসেন। খবর পেয়ে অভিভাবকেরা এসে ওই শিক্ষককে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনায় আহত শিক্ষার্থীদের মধ্যে জেমি খাতুনের পিতা লক্ষèীচামারী গ্রামের আলী আহম্মেদ উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার লক্ষèীচামারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ক্লাস চলছিল। এ সময় দুটি উড়োজাহাজ উড়ে গেলে শিক্ষার্থীরা শ্রেণী শিক্ষকের অনুমতি নিয়ে সেগুলো দেখতে মাঠে গিয়ে দাঁড়ায়। বিষয়টি দেখতে পেয়ে প্রধান শিক্ষক জাকির হোসেন বেত নিয়ে এসে তাদের পেটাতে শুরু করেন। এতে তিন শিক্ষার্থীর হাত ও অন্যান্য স্থানে কেটে রক্ত ঝরতে থাকে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবকরা এসে ওই শিক্ষককে অফিস কক্ষে আটকে রাখেন। অধ্যক্ষের পক্ষে সমাবেশ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৬ সেপ্টেম্বর ॥ গাইবান্ধা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার কলেজের শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কলেজের হলরুমে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ খলিলুর রহমান, অধ্যাপক আসাদুল ইসলাম, অধ্যাপক জীবন কুমার সাহা, সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সহকারী অধ্যাপক রজত কুমার সাহা, সহকারী অধ্যাপক আবু সাঈদ ম-ল, সহকারী অধ্যাপক আব্দুর রহিম প্রমুখ। গত ২৩ সেপ্টেম্বর কলেজের বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অধ্যক্ষের অপসারণের দাবিতে গাইবান্ধা সরকারী কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচী পালন করা হয়। এরই প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে কলেজের শিক্ষক-কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করে।
×