ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত পরিষদ কমিটি গঠন

প্রকাশিত: ০৯:৩৫, ২৭ সেপ্টেম্বর ২০১৯

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত পরিষদ কমিটি গঠন

দেশের কৃষিতে অসামান্য অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জনকারী ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্তগণ’ খামারবাড়ি, ফার্মগেট, ঢাকায় উল্লিখিত বিষয়ের আলোকে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত পরিষদ’ সভায় সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সভায় কৃষিবিদ বিভূতি ভূষণ সরকারকে সভাপতি (ঢাকা) এবং ডিপ্লোমা কৃষিবিদ মোঃ হামিদুর রহমানকে মহাসচিব (রংপুর) মনোনীত করে ৪৩ সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে পরিষদের সদস্যকে নিবেদিতভাবে কৃষি উন্নয়নমূলক বিশেষ কার্যক্রমে অংশগ্রহণ করে দেশে সুষমভাবে কৃষির ব্যাপক উন্নয়নের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে বলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। -বিজ্ঞপ্তি
×