ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের বিরোধিতাকারীরা গণদুশমন’

প্রকাশিত: ০৯:৩২, ২৭ সেপ্টেম্বর ২০১৯

‘জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের বিরোধিতাকারীরা গণদুশমন’

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দুর্নীতি ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের বিরোধিতাকারীদের গণদুশমন হিসেবে আখ্যায়িত করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এক বিবৃতিতে তারা বলেন, রাষ্ট্র ও সমাজকে কলুষমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসী অভিযানে নেমেছেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এই দুই শীর্ষ নেতা বলেন, মাদক ও জুয়া, টেন্ডার দখলবাজদের দুর্গের পতন হচ্ছে একের পর এক। দেশবাসী প্রধানমন্ত্রীর কাছ থেকে এটাই প্রত্যাশা করছিল। জনগণ আজ উদ্দীপ্ত অনুপ্রাণিত, আশান্বিত। দুষ্টের দমনে প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে আরও বেগবান করার আহ্বান জানান তারা। বিবৃতিতে তারা আরও বলেন, গুটিকয়েক জুয়াড়ি, মাদক ব্যবসায়ী এবং অনৈতিক সম্পদলোভী ছাড়া সবাই আজ মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার পেছনে ঐক্যবদ্ধ। চলমান এ অভিযানের বিরোধিতা যারা করবে তারা গণদুশমন হিসেবে চিহ্নিত হবে। বৃহস্পতিবার উত্তর হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যকরী কমিটির সভায় তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় জাতীয় সঙ্কট উত্তরণে নেতৃত্ব দিয়েছে। এই প্রত্যয়ে ঐক্যবদ্ধ শক্তির কোন বিকল্প নেই। উত্তর হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছাবের আহমদের সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের আইন সম্পাদক এ্যাডঃ শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু প্রমুখ।
×