ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৯:২৯, ২৭ সেপ্টেম্বর ২০১৯

জাবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

জাবি সংবাদদাতা ॥ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন করেছে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূলফটক থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিলে দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক রায়হান রাইন, পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক খবির উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও সাংস্কৃতিক জোটের সদস্যবৃন্দ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলে ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে উপস্থাপনা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার। সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক খবির উদ্দিন ও অধ্যাপক রায়হান রাইন। অধ্যাপক রায়হান রাইন সাংবাদিকদের উদ্দেশে বলেন ‘ভিসি যদি আগামী ১ তারিখের মধ্যে পদত্যাগ না করেন তাহলে আরও কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে পদচ্যুত করা হবে।’ এছাড়াও সমাবেশের শেষ পর্যায়ে অধ্যাপক রায়হান রাইন পরবর্তী কর্মসূচী ঘোষণা করেন। রাজশাহীতে জেএমবি সদস্য গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাটে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী র‌্যাবের সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজশাহী র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব সূত্র জানায়, গ্রেফতার জেএমবি সদস্যের নাম আব্দুল মান্নান (৩৮)। সে জেএমবির সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বিতর্কিত জিহাদী বই, জিহাদী হ্যান্ডনোট, লিফলেট, অর্থ সংগ্রহের রসিদ বই উদ্ধার করা হয়।
×