ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে বিপিসির প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

প্রকাশিত: ০৯:২৫, ২৭ সেপ্টেম্বর ২০১৯

চট্টগ্রামে বিপিসির প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর জামালখান সড়কের জয় পাহাড়ে ব্রিটিশ আমলের একটি পরিত্যক্ত বাড়ি সংস্কার করে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) প্রশিক্ষণ কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্র উদ্বোধন করেন বিপিসির চেয়ারম্যান মোঃ সামছুর রহমান। বিপিসি চেয়ারম্যান বলেন, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। এ প্রশিক্ষণ কেন্দ্র দেশের জ্বালানি সেক্টরে কর্মরত সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এখানে জ্বালানি নিরাপত্তা বিষয়ক গবেষক, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষার্থীরাও প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপিসির পরিচালক (বিপণন) মোঃ সরওয়ার আলম, পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) সৈয়দ মেহেদী হাসান, পরিচালক (অর্থ) মোঃ শহিদুল আলম, বিপিসির সচিব কাজী মোঃ হাসান, মহাব্যবস্থাপকগণ এবং সংস্থার অধীনস্থ সাত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মকর্তা কর্মচারীরা। বিপিসি সূত্রে জানানো হয়, নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে বিপিসির অধীনস্থ তিনটি বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা সারাদেশে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই চট্টগ্রামের আগ্রাবাদে একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু ছিল। কিন্তু প্রশাসনিক কারণে ২০০৩ সালে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে বিপিসি প্রায় ৪২ হাজার কোটি টাকার ৯টি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করছে। বিপিসি ও এর অধীনে সাতটি কোম্পানিতে কর্মরত রয়েছেন প্রায় সাড়ে চার হাজার কর্মকর্তা-কর্মচারী। দক্ষতা উন্নয়নে কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র চালুর দাবি ছিল। সে দাবির প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগরীর জামালখান সড়কের জয় পাহাড়ের নিজস্ব জায়গায় এ প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। ব্রিটিশ আমলে নির্মিত পরিত্যক্ত বাড়ি সংস্কার করে সেখানেই গড়ে তোলা হয়েছে কেন্দ্রটি। বিপিসির কর্মকর্তা কর্মচারীর প্রত্যেককে বার্ষিক ন্যূনতম ৬০ ঘণ্টা প্রশিক্ষণ প্রদান করা যাবে এ কেন্দ্রে।
×