ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানির প্রতিবাদে উত্তাল রাবি ॥ প্রাধ্যক্ষকে অপসারণ

প্রকাশিত: ০৫:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০১৯

  যৌন হয়রানির প্রতিবাদে উত্তাল রাবি ॥ প্রাধ্যক্ষকে অপসারণ

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাধ্যক্ষের বাসায় এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় প্রশাসন ভবন ঘেরাও করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফলিজাতুন্নেছা মুজিব হলের সামনে প্রাধ্যক্ষ বিথিকা বনিকের পদত্যাগের দাবি জানিয়ে অবস্থান নেয়। পরে মিছিল নিয়ে প্রশাসন ভবন ঘেরাও করে তাদের দাবিগুলো তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান ওই প্রাধ্যক্ষের অপসারণের ঘোষণা দেন। আন্দোলনরত শিক্ষার্থীদের বলেন, যৌন হয়রানির শিকার মেয়েটি বিথিকা বণিকের বাসায় টিউশন করাতে গিয়েছিলো। বাহিরে বৃষ্টি হওয়ায় রাত তার বাসায় অবস্থান কালে তার ভাই শ্যামল বণিক মেয়েটি যৌন হয়রানি করে। একজন শিক্ষার্থী যদি শিক্ষিকার বাসায় নিরাপত্তা না পায়, তাহলে এত বড় হলের শিক্ষার্থীরা কিভাবে নিরাপদ থাকবে। এসময় শিক্ষার্থীরা বিথিকা বণিকের নানা অভিযোগ তুলে ধরেন। দুপুরে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান অভিযুক্ত প্রাধ্যক্ষ বিথিকা বণিককে দায়িত্ব থেকে অপসারণের ঘোষণা দেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের দাবি যৌক্তিক। আমরা তা শুনেছি। আগামী দুয়েকদিনের মধ্যে ওই প্রাধ্যক্ষকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেয়া হবে। এর আগে গত মঙ্গলবার রাতে বিথিকা বণিকের বাসায় টিউশনি করাতে যান ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী। বৃষ্টি হওয়ায় রাতে ওই বাসাতেই অবস্থানকালে যৌন হয়রানির শিকার হন তিনি। এরপর ঘটনার কথা পুলিশকে জানালে অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার অভিযুক্ত শ্যামল বণিককে আটক করে মতিহার থানার পুলিশ।
×