ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও চীনের নীতির সম্পর্ক আরও গভীর হবে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ১৩:১৪, ২৬ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশ ও চীনের নীতির সম্পর্ক আরও গভীর হবে ॥ আইনমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ এক চীন নীতিকে সমর্থন করে। আগামী দিনে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে বলে প্রত্যাশা করেছেন তিনি। বুধবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা করেন। খবর বাংলা নিউজের। চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার চীনা দূতাবাস। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। আরও বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। অনুষ্ঠানে আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফর করেন। তার চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মধ্যে আগামী দিনে সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করেন চীনা রাষ্ট্রদূত।
×