ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিল্পী সমিতির নির্বাচন ॥ সরগরম চলচ্চিত্রপাড়া

প্রকাশিত: ১২:২৫, ২৬ সেপ্টেম্বর ২০১৯

শিল্পী সমিতির নির্বাচন ॥ সরগরম চলচ্চিত্রপাড়া

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। গত কয়েক দিন ধরে পত্র-পত্রিকায় ধারাবাহিক খবর হচ্ছে। বর্তমান সময়ের খবর জানতে গিয়ে মনে পরছে বিগত নির্বাচনের কথা। আশাকরি দেশের সিনেমার খবর যারা রাখেন তাদেরও নিশ্চই মনে আছে, কি সিনেমেটিক ঘটনার মধ্য দিয়ে গেল বারের শিল্পী সমিতির নির্বাচন উতরে গিয়েছিল। নিয়ম অনুযায়ী চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ২৪ মে। সমিতির গঠনতন্ত্রের ৮ নম্বর অনুচ্ছেদের (চ)-এ আছে, পূর্ববর্তী কার্যকরী পরিষদেও মেয়াদান্তে অতিরিক্ত ৯০ দিনের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে। সেই হিসেবে ২৪ আগস্টের মধ্যে ২০১৯-২০ এর নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আগস্ট শোকের মাস সে জন্য নির্বাচন হয়নি। এ ছাড়াও বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর দেশের বাইরে ছিলেন যার কারণে নির্বাচন হতে বিলম্ব হয়। তবে অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ। আগামী ১৮ অক্টোবর এফডিসিতে হবে ২০১৯-২০ মেয়াদের নির্বাচন। বিষয়টি নিশ্চিত করেছেন চলতি কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান। জায়েদ খান বলেন, ‘এরই মধ্যে কার্যকরী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে আগামী ১৮ অক্টোবর এফডিসিতে হবে ২০১৯-২০ মেয়াদের শিল্পী সমিতির নির্বাচন। সে অনুযায়ী আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। ৪ অক্টোবর তফসিল ঘোষণা দেব এবং আমরা আমাদের পুরো প্যানেলের নাম ঘোষণা করব। তবে এতুটুকু নিশ্চিত যে আমি ও মিশা ভাই একই প্যালেন থেকে আবারও নির্বাচন করছি।’ এই ভোট ঘিরে ২১ সদস্যের কমিটির প্রধান দুটি পদ সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হওয়া নিয়ে ক্রমেই সরগরম হয়ে উঠছে চলচ্চিত্রপাড়া। নির্বাচনের উত্তাপ সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাওয়া যাচ্ছে। এবারের নির্বাচনে এই দুটি পদে একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। এদিকে আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে চমক নিয়ে আসছেন নায়িকা মৌসুমী। আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হবেন বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি। শিল্পী সমিতির ইতিহাসে তিনিই প্রথম মহিলা পদপ্রার্থী হচ্ছেন। তবে ওমর সানী নির্বাচন করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখেন। কিন্তু হঠাৎ মৌসুমীর নির্বাচনে অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে সরে দাঁড়ান সানী। মৌসুমীর প্যানেলে অন্যান্য পদে কে থাকবেন সেটি এখনও জানা যায়নি। এদিকে সভাপতি পদে শাকিব খান ও সাধারণ সম্পাদক পদে ডিএ তায়েব মিলে একটি প্যানেল করবেন বলে খবর শোনা যাচ্ছে। এর আগে পর পর দু’বার সভাপতির দায়িত্ব পালন করেছেন শাকিব খান। চলতি মেয়াদে তিনি নির্বাচন করেননি। তবে এবার সভাপতি পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে। এ নিয়ে অভিনেতা ডিএ তায়েব আনন্দকণ্ঠকে বলেন, ‘শাকিব খান চান আমি তার সঙ্গে নির্বাচন করি। তাকে আমি পছন্দ করি। আমরা দু’জন নির্বাচন করলে শাকিব ভাই সভাপতি পদে আর আমি নির্বাচন করব সাধারণ সম্পাদক পদে। চলচ্চিত্রের অনেক শিল্পীই আমাকে বলেছেন নির্বাচন করতে। তারা মনে করছেন আমার দ্বারা চলচ্চিত্রের ভাল কিছু হবে। আমি শিল্পীদের পাশে আছি, থাকব। এরই মধ্যে শিল্পীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ১৪ কোটি টাকা সহযোগিতা নিয়ে দিছি। ব্যক্তিগতভাবেও শিল্পীদের সহযোগিতা করছি। শিল্পীরা চাচ্ছেন আমি নির্বাচন করি। বিশেষ করে নায়িকারা চাচ্ছেন। মৌসুমী ভাবিও চাচ্ছেন তার সঙ্গে নির্বাচন করি। শাকিব ভাই মৌসুমী ভাবি দু’জনই আমাকে চাচ্ছেন। আমি নির্বাচন করি বা না করি চলচ্চিত্রের জন্য ভাল কিছু করতে চাই। কিন্তু নির্বাচনের বিষয়ে আমি এখনও ভাবছি, চূড়ান্ত কোন সিদ্ধান্ত নিইনি। ভোটারদের সঙ্গে কথা বলে আগামী ২৮ তারিখ ফাইনাল সিদ্ধান্ত নেব।’ কোন সরকারী চাকরিজীবী সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিতে পারবে? তায়েব; অলাভজনক অরাজনৈতিক সংগঠনের সঙ্গে কাজ করলে কোন সমস্যা নেই। সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারব। তবে শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কোন সরকারী চাকরিজীবী সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিতে পারবেন না। যদি তাকে অংশ নিতে হয় তাহলে চাকরি থেকে পদত্যাগ করতে হবে।
×