ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাকিবের সঙ্গে লিটনও খেলবেন সিপিএলে

প্রকাশিত: ১২:২৪, ২৬ সেপ্টেম্বর ২০১৯

সাকিবের সঙ্গে লিটনও খেলবেন সিপিএলে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল টি২০) খেলবেন। তা সবারই জানা হয়ে গেছে। সাকিবের সঙ্গে ওপেনার লিটন কুমার দাসও সিপিএলে খেলবেন। এ জন্য বুধবার রাতেই তারা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা এখন আছেন শ্রীলঙ্কা সফরে। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে দুই ম্যাচের চারদিনের ও তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে। এ সিরিজে ‘এ’ দলের ক্রিকেটারদের পরখ করতে শ্রীলঙ্কায় যাবেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। সাকিব ও লিটন যে দলে খেলবেন, দুইজনের দলের অবস্থাই এখন পর্যন্ত কাহিল। সাকিবের বার্বাডোজ মাত্র ২ জয় পেয়েছে। ৬ ম্যাচ খেলে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে। লিটনের দলের অবস্থা আরও খারাপ। পয়েন্ট তালিকার তলানিতে আছে জ্যামাইকা তালাওয়াস। দলটি ৮ ম্যাচের মধ্যে মাত্র ২ জয় পেয়েছে। ত্রিদেশীয় সিরিজের পর বিশ্রাম না নিয়ে প্রধান কোচ ডোমিঙ্গো যাচ্ছেন শ্রীলঙ্কায়। তিনি সেখানে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের পরখ করবেন। যেহেতু এখন জাতীয় দলের খেলা নেই। তাই ডোমিঙ্গো ‘এ’ দলের ক্রিকেটারদের খেলা দেখবেন। দেখে সেখান থেকে কাদের জাতীয় দলে খেলাবেন সেই চিন্তা করবেন। বুধবারই শ্রীলঙ্কায় গেছেন ডোমিঙ্গো। তার সঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্টও থাকছেন। শ্রীলঙ্কায় ‘এ’ দলের খেলা দেখে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে যাবেন ডোমিঙ্গো।
×