ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে সিরিজ হারল বাংলাদেশ

প্রকাশিত: ১২:২৩, ২৬ সেপ্টেম্বর ২০১৯

ভারতে সিরিজ হারল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ একম্যাচ আগেই ভারত অনুর্ধ-২৩ ক্রিকেট দলের কাছে সিরিজ হারল বাংলাদেশ অনুর্ধ-২৩ দল। বুধবার চতুর্থ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৪ উইকেটে জিতেছে স্বাগতিকরা। তাতে ৫ ম্যাচের সিরিজে ৩-১ এ এগিয়ে তারা। আগামী শুক্রবার হবে শেষ ম্যাচ। একানা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টপঅর্ডারে বড় ধরনের ধসের মুখোমুখি হয় তারা। উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনের অপরাজিত হাফ সেঞ্চুরিতে সেই ধাক্কা সামলে ৬ উইকেটে ২০১ রান করে বাংলাদেশ। জবাবে ভারতও ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়, কিন্তু ম্যাচের পার্থক্য গড়ে দেন প্রিয়ম গর্গ। অধিনায়কের অপরাজিত সেঞ্চুরিতে ৪২.২ ওভারে ৬ উইকেটে ২০২ রান রান করে স্বাগতিকরা। শুরুতে বাংলাদেশকে টেনে তোলেন আরিফুল হক ও আল আমিন। ৫৫ রানে ৪ উইকেট হারানোর অবস্থা থেকে আরিফুল ও আমিন জুটি গড়েন। দু’জনই হাফ সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হলেও ৫৬ রানের শক্ত জুটি দলকে স্বস্তিতে রাখে। দলীয় ১৫ রানের ব্যবধানে বিদায় নেন তারা। ৪৪ রান করেন আরিফুল, আল-আমিন শিকার হন ৪০ রানে। ১২৬ রানে দল ষষ্ঠ উইকেট হারালে অঙ্কনের সঙ্গে রবিউল হকের ৭৫ রানের অপরাজিত জুটি প্রতিরোধ গড়ে। ইনিংস সেরা ৫১ রানে অঙ্কন অপরাজিত ছিলেন। ২৯ রানে খেলছিলেন রবিউল। ভারতের পক্ষে দুটি করে উইকেট নেন আর্শদীপ সিং ও অতীত শেঠ। অল্প পুঁজিতেও বাংলাদেশ বোলিংয়ে দারুণ শুরু করে। ৯৮ রানে ৪ উইকেট তারা তুলে নেয় ভারতের। কিন্তু প্রিয়মের ১১১ রানের দুর্দান্ত এক ইনিংস হতাশ করে সফরকারীদের। তার ১১৮ বলের ইনিংসে ছিল ১২ চার ও ১ ছয়। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট পান মেহেদী, শফিকুল ইসলাম, সুমন খান ও তানভীর ইসলাম।
×