ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাটিং-বোলিংয়ে সেরার তালিকায় নেই বাংলাদেশ

প্রকাশিত: ১২:২১, ২৬ সেপ্টেম্বর ২০১৯

ব্যাটিং-বোলিংয়ে সেরার তালিকায় নেই বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় টি২০ সিরিজে আফগানিস্তানের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দলীয় সাফল্য প্রথমবার টি২০তে শিরোপা জিতে মিলেছে। কিন্তু সিরিজে ব্যক্তিগত সাফল্যে পিছিয়ে থাকেন বাংলাদেশ ক্রিকেটাররা। কারণ ব্যাটিং ও বোলিংয়ে যে বাংলাদেশের কেউ-ই সেরার তালিকায় নেই। ব্যাটিংয়ে জিম্বাবুইয়ের হ্যামিল্টন মাসাকাদজা রয়েছেন। বোলিংয়ে আফগানিস্তানের মুজিব উর রহমান আছেন। ব্যাট হাতে এ সিরিজের পরই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেয়া জিম্বাবুইয়ে অধিনায়ক মাসাকাদজা চমক দেখিয়েছেন। তিনি ৪ ম্যাচ খেলে ৩৩.২৫ গড়ে ১ হাফ সেঞ্চুরিসহ ১৩৩ রান করেছেন। দ্বিতীয় স্থানে যিনি আছেন সিরিজসেরা হওয়া আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজও ১৩৩ রান করেছেন। তবে মাসাকাদজার চেয়ে একটু পিছিয়ে থাকেন। মাসাকাদজা একটি ম্যাচেও রানের খাতা খোলার আগে আউট হননি। কিন্তু গুরবাজ হয়েছেন। তৃতীয় স্থানেও বাংলাদেশের কেউ নেই। মোহাম্মদ নবী (৪৩.৩৩ গড়ে ১৩০ রান) আছেন এই স্থানে। বাংলাদেশ ব্যাটসম্যানদের বেহাল দশা বোঝাই যাচ্ছে। চতুর্থ ও পঞ্চম স্থানে মাহমুদুল্লাহ রিয়াদ (৩১.৫০ গড়ে ১২৬ রান) ও সাকিব আল হাসান (৩২.০০ গড়ে ৯৬ রান) রয়েছেন। বোলিংয়ে আফগানিস্তানের মুজিব আছেন এক নম্বরে। তিনি ৭ উইকেট শিকার করেছেন। বাংলাদেশের মোহাম্মদ সাইফউদ্দিনও ৭ উইকেট শিকার করেছেন। তবে মুজিবের চেয়ে এক ওভার বেশি, ১৬ ওভার বোলিং করেছেন। রানও দিয়েছেন (৫ রান) বেশি। তাতে করে মুজিব শীর্ষস্থানটি দখল করে নিয়েছেন। সেরা পাঁচের মধ্যে পরের তিনটি স্থানে বাংলাদেশের আর কেউ নেই। বোলিংয়ে কী করুণ দশা তা ধরাই পড়ছে। ৬ উইকেট করে নিয়ে তৃতীয় স্থানে জিম্বাবুইয়ের ক্রিস এমপফু, চতুর্থ স্থানে আফগানিস্তানের রশিদ খান ও পঞ্চম স্থানে জিম্বাবুইয়ের কাইল জার্ভিস রয়েছেন। তবে এমপফু এখানে নজর কেড়েছেন। কারণ তিনি ২ ম্যাচ খেলেই ৬ উইকেট তুলে নিয়েছেন।
×