ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফাইনালে খেলতে মুখিয়ে যুব ফুটবলাররা

প্রকাশিত: ১২:২০, ২৬ সেপ্টেম্বর ২০১৯

ফাইনালে খেলতে মুখিয়ে যুব ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ টসে হেরে গেল। না, ক্রিকেটের কথা বলছি না। ফুটবলের কথা বলছি। সাফ অনুর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপে বাংলােেদশর যুব ফুটবলাররা আগেই সেমিফাইনালে খেলা নিশ্চিত করে ফেলেছিল। বাকি ছিল গ্রুপসেরা হওয়ার বিষয়টি। এক্ষেত্রে ‘বি’ গ্রুপের দল বাংলাদেশ তাকিয়েছিল ভারত-শ্রীলঙ্কার ম্যাচের দিকে। আগেই জানা ছিল এই ম্যাচে গ্রুপসেরা হতে হলে ভারতকে জিততে হবে চার গোলের ব্যবধানে। বুধবার নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়ে ঝামেলা বাধিয়ে দেয় ভারত। কারণ তাদের সঙ্গে বাংলাদেশের গোলগড় (+৩) ও পয়েন্ট (৪) সমান। এমনকি হলুদ কার্ড, লাল কার্ড ... এগুলোতেও সমতা। ফলে বাইলজ অনুযায়ী বিভিন্ন দিক বিবেচনা করে শেষ পর্যন্ত টসের মাধ্যমে বেছে নেয়া হয় গ্রুপসেরা ও গ্রুপ রানার্সআপকে। মুদ্রা নিক্ষেপের এই লড়াইয়ে বিজয়ীর হাসি হাসে ভারতই। সেখানে তারা জিতে সেমিতে প্রতিপক্ষ হিসেবে পায় মালদ্বীপকে। আর গ্রুপ রানার্সআপ হয়ে বাংলাদেশ শেষ চারে প্রতিপক্ষ হিসেবে পায় ভুটানকে। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে দুটি সেমির ম্যাচ। যাতে বাংলাদেশ খেলতে নামবে প্রথম সেমির ম্যাচে। ম্যাচটি হবে সকাল সাড়ে ১১টায়। দ্বিতীয় সেমির ম্যাচটি হবে দুপুর সাড়ে ৩টায় (ভারত-মালদ্বীপ)। গ্রুপ ‘এ’তে আছে তিন দল। ভুটান, মালদ্বীপ এবং নেপাল। এই গ্রুপে প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে স্বাগতিক নেপাল। তবে দ্বিতীয় ম্যাচে ভুটানের কাছে ৩-০ গোলের হারে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যায় তাদের। তারা তাকিয়ে ছিল গ্রুপের শেষ ম্যাচে ভুটানও মালদ্বীপের ফলাফলের দিকে। মঙ্গলবার ওই ম্যাচটি গোলশূন্য ড্র হওয়াতে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় ভুটান। দুই ম্যাচে ড্র করেও ২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হয় মালদ্বীপের। অন্যদিকে বাংলাদেশ খেলে গ্রুপ ‘বি’তে। তারা নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে হারায় শ্রীলঙ্কাকে। এরপর ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে মোট ৪ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে অবস্থান করছিল তারা। এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিতই ছিল ভারত ও বাংলাদেশের। তবে গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার্সআপ কে হবে এরজন্য অপেক্ষা ছিল। অপেক্ষা ছিল ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচের ফলের দিকে। তারপরের গল্প তো শুরুতেই বলা হয়েছে। ফাইনালে ওঠার জন্য সেমির ধাপ পেরোতে হবে। এ জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে লাল-সবুজ পতাকার প্রতিনিধিরা। বুধবার তারা সুইমিং সেশন করে। এছাড়া ফুটবল অনুশীলনও করে প্রায় দুই ঘণ্টা। বাফুফে সূত্রে জানা গেছে দলের সব ফুটবলারই সুস্থ ও ফিট আছেন। এই টুর্নামেন্টকে সামনে রেখে ঘরের মাটিতে প্রায় তিন সপ্তাহ অনুশীলন করেছে বাংলাদেশ দল। দলে ডাক পাওয়া বেশিরভাগ খেলোয়াড় প্রিমিয়ার লীগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন। ২০১৫ সাল থেকে সাফের এই আসরটি হয়ে আসছে অনুর্ধ-১৯ টুর্নামেন্ট নামে। প্রথম আসরে অংশ নিয়ে তৃতীয় হয়েছিল বাংলাদেশ। এরপর ২০১৭ সালে রানার্সআপ হয় তারা। এ বছর থেকে টুর্নামেন্টটি হচ্ছে সাফ অনুর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপ নামে।
×