ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আক্ষেপে শেষ ত্রিদেশীয় টি২০ সিরিজ

প্রকাশিত: ১২:০৮, ২৬ সেপ্টেম্বর ২০১৯

আক্ষেপে শেষ ত্রিদেশীয় টি২০ সিরিজ

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় টি২০ সিরিজের লীগপর্বে সেরা দল হয়েছে বাংলাদেশ। জিম্বাবুইয়েকে দুইবার ও আফগানিস্তানকে একবার হারিয়েছে। আর আফগানিস্তান হয়েছে দ্বিতীয় সেরা দল। জিম্বাবুইয়ের কাছেও হেরেছে আফগানিস্তান। তাতে স্পষ্ট সিরিজের ফাইনালে বাংলাদেশই ছিল ফেবারিট। তবে টি২০ ফরমেটে খেলা। আর এই ফরমেটে বাংলাদেশের চেয়ে ভাল দল আফগানিস্তান। তাই ফাইনালে বাংলাদেশের জেতার যেমন সম্ভাবনা ছিল। আফগানিস্তানেরও তাই। কিন্তু বৃষ্টি খেলা হতে দেয়নি। আর তাতে করে বাংলাদেশ ও আফগানিস্তান যৌথচ্যাম্পিয়ন হয়েছে। একক চ্যাম্পিয়ন না হতে পারার আক্ষেপ নিয়েই তাই শেষ হয়েছে ত্রিদেশীয় টি২০ সিরিজ। খেলা পরিত্যক্ত হয়ে যায়। কিন্তু ‘রিজার্ভ ডে’ থাকলে খেলা হতে পারত। তাতে করে একদল চ্যাম্পিয়ন হয়ে সিরিজ শেষ করতে পারত। এমনও হতে পারত, ‘রিজার্ভ ডে’তেও বৃষ্টি হতে পারত। কিন্তু এই ডে না থাকাতেই আসলে আক্ষেপ ঝড়েছে বেশি। কারণ ক্রিকেটাররা যে হার-জিতের হিসেবের আগে খেলতে চান। আর তাইতো বাংলাদেশ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আমি বলব যে রিজার্ভ ডে থাকলে ভাল হতো। ফাইনাল খেলতে পারতাম আমরা। ক্রিকেটের জন্যই ভাল হতো।’ আফগানিস্তান অধিনায়ক রশিদ খানও একই কথা বলেছেন। জানিয়েছেন, ‘রিজার্ভ ডে থাকলে দারুণ হতো। ড্রেসিং রুমে আমরা এটা নিয়েই কথা বলছিলাম যে ফাইনালে রিজার্ভ ডে থাকলে কতই না ভাল হতো। ফাইনালের মতো বড় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ক্রিকেটার হিসেবে সবসময়ই হতাশার। আশাকরি ভবিষ্যতে ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকবে।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন খানিকটা ‘রিজার্ভ ডে’ না রাখার যুক্তিও দিয়েছেন। তিনি বলেছেন, ‘দর্শকের জন্য খুব খারাপ লাগছে। রিজার্ভ ডে থাকলেই যে বৃষ্টি হবে না এমন কোন কথা নেই। এটা বলা কঠিন। বৃষ্টি হওয়ার পূর্ভাবাস আছে। পূর্ভাবাস অনুযায়ী মঙ্গলবার ৬টার পর বৃষ্টি থাকার কথা না। কিন্তু দুর্ভাগ্য হয়ে গেছে।’ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ। দর্শকরাও ম্যাচ দেখতে হাজির। কিন্তু খেলাই হলো না। দর্শকদের তাই হতাশই হতে হয়েছে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান দর্শকদের কথাই ভেবেছেন। তিনি বলেছেন, ‘দর্শকদের জন্য এটি খুবই হতাশার। দারুণ একটি লড়াই দেখার জন্য অনেক আশা নিয়ে এসেছিল তারা। দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টি আমাদের নিয়ন্ত্রণে নেই।’ সঙ্গে খেলতে না পারার হতাশা সাকিবের কণ্ঠেও ঝরেছে, ‘ফাইনালের আগে আমরা বেশ ভাল ক্রিকেট খেলেছি, ফাইনাল ম্যাচটি তাই গুরুত্বপূর্ণ ছিল। আমার মনে হয় খেলতে না পারায় দুই দলই হতাশ।’ মাহমুদুল্লাহ আরও জানান, ‘আমরা যখন ড্রেসিং রুমে বসে ছিলাম বৃষ্টি পড়ছিল, দেখছিলাম যে ছোট ছোট বাচ্চারা বৃষ্টিতে ভিজছে। তখন আফসোস লাগছিল যে ম্যাচটা হলে ভাল হতো, বাচ্চাগুলোকে বৃষ্টিতে ভিজতে হতো না। ওদের জন্য খারাপ লাগছিল। আরও সবাই অনেক আশা করে এসেছিল। সবার জন্যই খারাপ লাগছিল। ম্যাচ হয়নি এ জন্য আফসোস বেশি।’ এই বছর দেশের মাটিতে আর কোন আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের। ফাইনাল ম্যাচটিই শেষ ম্যাচ ছিল। কিন্তু সেই ম্যাচটিই হলো না। এরপর নবেম্বর ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে তিন টি২০ ও দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। যা গেছে তা নিয়ে ভেবে লাভ নেই। এখন মাহমুদুল্লাহ সামনের দিনগুলোর দিকে লক্ষ্য রাখতে চান। বলেছেন, ‘টি২০ সিরিজে সবমিলিয়ে আমরা ভাল ক্রিকেট খেলেছি। তবে কিছু কিছু জায়গায় উন্নতির সুযোগ আছে। বেশকিছু জায়গায় আরও ভাল করা উচিত ছিল আমাদের। বেশ কয়েকটি ম্যাচে ১৩-১৪ ওভারের মধ্যে আমাদের ৫-৬ উইকেট চলে গিয়েছে। টি২০তে যা আদর্শ নয়। ভারতের বিপক্ষে আমাদের পরের সিরিজ। সেখানে আমাদের সর্বোচ্চটা খেলতে হবে। অন্যথায় ওদের হারানো কঠিন হবে। এই সিরিজে আত্মবিশ্বাস কিছুটা ফিরে এসেছে। আশাকরি পরের সিরিজে এটা ধরে রাখা যাবে।’
×