ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য ১২৭ মিলিয়ন ডলার মার্কিন সহায়তা

প্রকাশিত: ১১:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০১৯

রোহিঙ্গাদের জন্য ১২৭ মিলিয়ন ডলার মার্কিন সহায়তা

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ১২৭ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে। বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এক বার্তায় এ ঘোষণা দেন। খবর বাংলানিউজের। ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আর্ল মিলার বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় যুক্তরাষ্ট্র আরও ১২৭ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে। ২০১৭ সালের সহিংসতার পর থেকে রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় এ নিয়ে যুক্তরাষ্ট্র মোট ৬৬৯ মিলিয়ন ডলার সহায়তা দিল। আর এ সহায়তার মধ্যে ৫৫৩ মিলিয়ন ডলার বাংলাদেশে নেয়া কর্মসূচীতে ব্যয় করা হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান মিলার। বিলাসবহুল গাড়ির তথ্য চেয়ে বিআরটিএ’কে দুদকের চিঠি স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের বিলাসবহুল গাড়ির তথ্য চেয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিআরটিএ চেয়ারম্যানের কাছে দুদক মহাপরিচালক (বিশেষ তদন্ত) আ ন ম ফিরোজ এ চিঠি পাঠান। দুদকের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, বিআরটিএ থেকে পাঁচ বছরে ২৫০০ সিসি বা তার বেশি ক্ষমতা সম্পন্ন যেসব ব্যক্তি মালিকাধীন গাড়ির নিবন্ধন দেয়া হয়েছে তার সকল তথ্য চাওয়া হয়েছে। এর আগে গত বছরের ২৮ জুনও একই বিষয়ে বিআরটিএ চেয়ারম্যানকে একবার চিঠি পাঠিয়েছিল দুদক। মতিঝিল ও গুলিস্তানে ডিএসসিসির উচ্ছেদ অভিযান স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মতিঝিল ও গুলিস্তান এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বুধবার নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে ফিনিক্স রোডের ওসমানী উদ্যানের দক্ষিণ পাশে গোলাপশাহ মাজার হতে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের ফুটপাথে বসে ব্যবসা করা ভাতের হোটেল, ফলের দোকান, জুতার দোকানসহ ৫৫ দোকান উচ্ছেদ করা হয়। মতিঝিলের ইসলাম টাওয়ারের পশ্চিম ও দক্ষিণ পার্শ্বের রাস্তা ও ফুটপাথের ওপর অবৈধভাবে স্থাপিত অস্থায়ী দোকান, কাপড়, জুতা, ফলের জুস, ভাতের হোটেলসহ কমবেশি ৬০ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ রাসেল সাবরিন, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ অভিযানকালে উপস্থিত ছিলেন।
×