ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাসে সর্বোচ্চ ২০ স্কুল পরিদর্শনের নির্দেশ মাউশির

প্রকাশিত: ১১:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০১৯

মাসে সর্বোচ্চ ২০ স্কুল পরিদর্শনের নির্দেশ মাউশির

স্টাফ রিপোর্টার ॥ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে একাডেমিক সুপারভিশন কার্যক্রম জোরদার করার জন্য প্রতিমাসে ন্যূনতম পাঁচটি ও সর্বোচ্চ ২০ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের নির্দেশ দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোঃ গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা বুধবার জারি করা হয়েছে। নির্দেশনার কপি বুধবারই অধিদফতরের সকল অঞ্চলের পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। কক্সবাজারে ক্যাসিনোর সিদ্ধান্ত অনৈতিক ॥ মঈন খান স্টাফ রিপোর্টার ॥ কক্সবাজারের পর্যটন অঞ্চলে ক্যাসিনো ব্যবস্থা রাখার সরকারী সিদ্ধান্ত অনৈতিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্রমিক দল আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মঈন খান বলেন, আমার আজ একটি প্রশ্ন দেশের নাগরিক খারাপ কাজ করলে যদি পাপ হয়ে থাকে তাহলে বিদেশীরা আমাদের দেশে এসে সেই খারাপ কাজ করলে সেটা কি পাপ হবে না? যেটা আমার জন্য খারাপ সেটা কি আরেক জনের জন্য ভাল হতে পারে? আজকে সরকার মানুষকে দেখানোর জন্য যতই ব্যবস্থা নিক না কেন, যতক্ষণ পর্যন্ত দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা না করবে ততক্ষণ পর্যন্ত দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে না।
×