ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৫ কিমির ভাড়া ৪,৩০০ রুপী

প্রকাশিত: ১১:২৯, ২৬ সেপ্টেম্বর ২০১৯

১৫ কিমির ভাড়া ৪,৩০০ রুপী

ভারতের ব্যাঙ্গালুরুতে চাকরি সূত্রে থাকেন এক ইঞ্জিনিয়ার। তার অফিস পুনেতে। গত ১৮ সেপ্টেম্বর সকালে অফিস যাওয়ার পথে কাটরাজে বাস থেকে নামেন তিনি। ক্যাব বুক করার চেষ্টা করেন। তবে সেই উদ্যোগ ব্যর্থ হয়। এরপর তিনি সিদ্ধান্ত নেন অটোয় চড়ে অফিস যাবেন। সে অনুযায়ী অটোতে উঠেন। ৪৫ মিনিটের মধ্যেই নিজ গন্তব্যে পৌঁছে যান তিনি। অটো থেকে নেমে ভাড়া শুনে নিজের কানকেও বিশ্বাস করতে পারেননি ওই ইঞ্জিনিয়ার। অটোচালক বলেন, ভাড়া হিসেবে ৪ হাজার ৩০০ রুপী দিতে হবে তাকে। তবে ওই ইঞ্জিনিয়ার অটোচালকের দাবি মেটাতে অস্বীকার করেন। মাত্র ৪৫ মিনিট অটো চড়ার জন্য এত ভাড়া দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাদানুবাদ শুরু হয়। অটোচালক জানান, শহরের বাইরে অটো চালানোর জন্য ছয় শ’ রুপী জরিমানা দিতে হয় তাকে। যে অর্থ তিনি যাত্রীদের কাছ থেকে বাধ্য হয়ে নেন। একথা শোনার পর যদিও কিছুটা শান্ত হন ইঞ্জিনিয়ার ভদ্র লোক। তিনি অটোচালককে তার অর্থ দিয়ে দেন। পরে পুলিশের কাছে নালিশ জানান। অভিযোগ শুনে পুলিশও অবাক হয়ে যান। -ইন্ডিয়া টাইমস
×