ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুর্নীতিতে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না ॥ পূর্তমন্ত্রী

প্রকাশিত: ১১:২৯, ২৬ সেপ্টেম্বর ২০১৯

দুর্নীতিতে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না ॥ পূর্তমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দুর্নীতি ও অনিয়মের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ আমি নিজে অনিয়ম করি না, আর কাউকে অনিয়ম করতেও দেব না। এরপরেও যদি কেউ দুর্নীতিতে জড়ায় তা বরদাশত করা হবে না। বরং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার দুপুরে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনুর্ধ-১৭ (বালক ও বালিকা) এর উদ্বোধনী অনুষ্ঠানকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, ‘সম্প্রতি সময়ে দুর্নীতি বিরোধী অভিযানে দুর্নীতির সংশ্লিষ্টতায় যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নাম এসেছে ইতোমধ্যে তাকে ওএসডি করা হয়েছে। অপর দুই কর্মকর্তাকে প্রত্যাহার করার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। আমার জায়গা থেকে কাউকে ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে এ ব্যাপারে কাজ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
×