ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় জিটিসিএলের ডিজিএমসহ নিহত ৪

প্রকাশিত: ১১:২৮, ২৬ সেপ্টেম্বর ২০১৯

সড়ক দুর্ঘটনায় জিটিসিএলের ডিজিএমসহ নিহত ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গ্যাস কোম্পানি জিটিসিএলের ডিজিএমসহ চারজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে সিরাজগঞ্জে বাস ও জীপের সংঘর্ষে জিটিসিএলের ডিজিএম ও তার গাড়ির ড্রাইভার, সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় বাসের হেলপার এবং টাঙ্গাইলে ঢাকাঅভিমুখী একটি গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন। এছাড়া মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের আড়িয়াল খাঁ নদের শরীয়তউল্লা ব্রিজের টোল প্লাজার কাছে একটি বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বুধবার দুপুরে বাসের সঙ্গে জীপগাড়ির মুখোমুখি সংঘর্ষে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির জিটিসিএল উপমহাব্যবস্থাপক ও তার জীপ চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ যাত্রী। নিহতরা হলেনÑ উপমহাব্যবস্থাপক শহীদুল্লাহ বারী এবং চালক আনোয়ার হোসেম (৩৮)। সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় যাত্রী নামাতে গিয়ে নিজেই চলন্ত ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন বাসের হেলপার মেহেদি হাসান (২২)। তাকে যথাসময়ে চিকিৎসা দেয়া হয়নি এই অভিযোগ এনে বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় সাতক্ষীরা সদর হাসপাতালের ডাক্তার কর্মচারীদের ওপর চড়াও হয়। পরে তারা সড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ করে দেয়। টাঙ্গাইল ॥ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। বুধবার ভোরে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ জানায়। মাদারীপুর ॥ বুধবার বেলা সাড়ে ১১টায় মাদারীপুরের শিবচর ঢাকা-খুলনা মহাসড়কের আড়িয়াল খাঁ নদের শরীয়ত উল্লাহ ব্রিজের টোল প্লাজার কাছে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন পরিবহন (ঢাকা মেট্রো-গ-১৪৬২৯৩) বাস উল্টে খাদে পড়ে ৩০ জন আহত হয়েছে।
×