ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে গ্যাসের পাইপ ফেটে আগুন, চার দোকান ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ১১:২১, ২৬ সেপ্টেম্বর ২০১৯

গাজীপুরে গ্যাসের পাইপ ফেটে আগুন, চার দোকান ক্ষতিগ্রস্ত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কর্মীদের অনবধানবশত তিতাস গ্যাসের সরবরাহ লাইনের পাইপ ফেটে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে দু’মার্কেটের ওষুধ ও ইলেক্ট্রনিক্সসহ চারটি দোকান ও মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। ক্ষতিগ্রস্ত দোকান মালিক মিজানুর রহমান ফারুকী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার এলাকার নুপুর মার্কেটের সামনে মঙ্গলবার দিনভর সড়কে খোঁড়াখুঁড়ির কাজ করে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কর্মীরা। এ সময় স্থানীদের মতামতকে অগ্রাহ্য করে মাটি খুঁড়তে গিয়ে অনবধানবশত এসকাভেটরের চাপে ওই মার্কেটের সামনে তিতাসের মেইন গ্যাস লাইনের সঙ্গে সংযোগ হওয়া আবাসিক লাইনের পাইপটি ফেটে যায়।
×