ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাখাইন পরিস্থিতির আরও উন্নতি করতে হবে ॥ ইউএনএইচসিআর

প্রকাশিত: ১১:২০, ২৬ সেপ্টেম্বর ২০১৯

রাখাইন পরিস্থিতির  আরও উন্নতি করতে হবে ॥ ইউএনএইচসিআর

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গা সঙ্কট সমাধানের একটি অনুকূল পরিবেশ তৈরিতে জোর দিয়েছেন বাংলাদেশে ইউএনএইচসিআরের আবাসিক প্রতিনিধি স্টিভেন করলিস। আর এজন্য রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে রাখাইনের পরিস্থিতি আরও উন্নতি ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। খবর বিডিনিউজের। করলিস রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে সম্প্রতি ঢাকায় একটি অনুষ্ঠানে বলেন, ‘রোহিঙ্গারা আমাকে জানিয়েছে, তারা নিজেদের ঘরে ফিরতে চায়। এটা বাংলাদেশ সরকারেরও একটি প্রতিশ্রুতি। এই মানুষগুলো মিয়ানমারের, সমস্যার শুরু মিয়ানমারে এবং সমাধানের পথটাও বের করতে হবে মিয়ানমারকে।’ সেন্টার ফর রিসার্চ এ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘লেটস টক’ অনুষ্ঠানে স্টিভেন করলিস এসব কথা বলেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
×