ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বানারীপাড়ায় প্রথম পাক সেনা নিয়ে আসে শহীদুল হক জামাল

প্রকাশিত: ১১:১৯, ২৬ সেপ্টেম্বর ২০১৯

বানারীপাড়ায় প্রথম পাক সেনা নিয়ে আসে শহীদুল হক জামাল

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বরিশালের বানারীপাড়ায় প্রথম পাকহানাদার বাহিনীকে নিয়ে এসে হরিসভা মন্দিরে সভা করে পিস কমিটি গঠন করেন সৈয়দ শহীদুল হক জামাল। রণাঙ্গন কাঁপানো মুক্তিযোদ্ধারা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে শহীদুল হক জামালের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছেন। তিনি (শহীদুল হক জামাল) বিগত বিএনপি ও জামায়াতের চারদলীয় জোট সরকারের আমলে বানারীপাড়া-স্বরূপকাঠি আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ছিলেন। বুধবার বেলা ১১টায় বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভায় এ দাবি করা হয়। মুক্তিযুদ্ধকালীন বেজ কমান্ডার বেনী লাল দাস গুপ্ত বেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক ও মুক্তিযুদ্ধকালীন বানারীপাড়া থানা ফিল্ড কমান্ডার কাজী হায়দার আলী।
×