ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাথমিক বিদ্যালয়ে পূজার ছুটি বেড়ে ৫ দিন

প্রকাশিত: ১১:১৮, ২৬ সেপ্টেম্বর ২০১৯

প্রাথমিক বিদ্যালয়ে পূজার ছুটি বেড়ে ৫ দিন

স্টাফ রিপোর্টার ॥ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি তিনদিন থেকে বাড়িয়ে পাঁচদিন করেছে সরকার। বুধবার এক তথ্য জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম-আল-হোসেন বলেছেন, পূজার ছুটি দুইদিন বাড়িয়ে পাঁচ দিন অনুমোদন করা হয়েছে। এ বছর মাধ্যমিক স্তরের একাডেমিক ক্যালেন্ডারে পূজার ছুটি ছিল ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত আটদিন। আর প্রাথমিকের একাডেমিক ক্যালেন্ডারে ছুটি ছিল ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবর (বুধবার) পর্যন্ত তিনদিন। এ নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার প্রেক্ষাপটে প্রাথমিকের পূজার ছুটি বাড়ানোর জন্য সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এরপর বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক স্তরের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
×