ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউজিসি সচিব ওএসডি

প্রকাশিত: ১১:১৬, ২৬ সেপ্টেম্বর ২০১৯

ইউজিসি সচিব ওএসডি

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতির অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মোঃ খালেদকে দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে অনৈতিক সুবিধা আদায় করার অপরাধে ইউজিসির অতিরিক্ত পরিচালক জেসমিন পারভিন ও উপপরিচালক শাহীন সিরাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ণ কমিশন সভায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বুধবার জনকণ্ঠকে বলেছেন, ইউজিসি‘র সচিব ড. মোঃ খালেদকে ওএসডি করা হয়েছে। এছাড়া ইউজিসির অতিরিক্ত পরিচালক জেসমিন পারভিন ও উপপরিচালক শাহীন সিরাজের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য কমিশন সভায় আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। এখন আমি তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেব। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ওই সভায় কমিশন সদস্য অধ্যাপক মোঃ আখতার হোসেন, অধ্যাপক এম শাহ্ নওয়াজ আলী, অধ্যাপক দিল আফরোজা বেগম, অধ্যাপক মুহাম্মদ আলমগীর, অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন এবং পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব আবুল কালাম আজাদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। কমিশন সদস্যরা জানিয়েছেন, সম্প্রতি ইউজিসির নিয়োগ কমিটিতে দায়িত্ব নিয়ে নিজের মেয়েকে নিয়োগ দেয়ার চেষ্টা করেন সচিব মোঃ খালেদ। বিধান অনুযায়ী, নিয়োগ কমিটির কারও আত্মীয়-স্বজন প্রার্থী থাকলে তিনি নিয়োগ কমিটিতে থাকতে পারবেন না। অথচ নিজের মেয়ে প্রার্থী হওয়ার পরেও সে নিয়োগ কমিটির প্রধান হিসেবে বহাল থেকে দায়িত্ব পালন করেন। বিষয়টি জানাজানি হলে তৎকালীন ইউজিসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক অবদুল মান্নান সচিবকে ডেকে জানতে চাইলে নিয়োগে তার পরিচিত প্রার্থী নেই বলে দাবি করেন। অথচ সচিবের মেয়েসহ সেখানে তিনজন আত্মীয় নিয়োগের প্রার্থী ছিলেন বলে জানাজানি হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে একটি তদন্ত কমিটি করে ইউজিসি। তদন্তে নিয়োগ পরীক্ষায় তার প্রভাব খাটানোর প্রমাণ পাওয়া যায়। তদন্তের প্রেক্ষিতেই এখন সচিবকে ওএসডি করা হলো।
×