ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কবিরাজের বাড়িতে রোগীর মৃত্যু নিয়ে রহস্য

প্রকাশিত: ০৯:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০১৯

কবিরাজের বাড়িতে রোগীর মৃত্যু নিয়ে রহস্য

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৫ সেপ্টেম্বর ॥ শ্রীবরদীতে কবিরাজের বাড়ি থেকে রায়হানা জান্নাত শিলা (২৭) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্দি পশ্চিমপাড়া গ্রামের শাহজামাল ওরফে শাহ কবিরাজের বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মৃত শিলা জামালপুর সদর উপজেলার দড়িপাড়া গ্রামের ফরিদুর রহমানের কন্যা। ওই ঘটনায় শাহ কবিরাজকে আটক করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে দুপুরে শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, দীর্ঘদিন যাবত শ্রীবরদী উপজেলার চকবন্দী গ্রামের শাহজামাল ওরফে শাহ কবিরাজ তার নিজ বাড়িতে মানসিক রোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা করে আসছেন। এ খবর পেয়ে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ভূমি অফিসের উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফরিদুর রহমান তার মানসিক ভারসাম্যহীন কন্যা শিলাকে গত ৪ দিন আগে চিকিৎসার জন্য কবিরাজের বাড়িতে রেখে যায়। শাহ কবিরাজ ৪ দিন যাবত শিলাকে চিকিৎসা দিয়ে আসছিলেন।
×