ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শারদীয় দুর্গোৎসব ॥ ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা

প্রকাশিত: ০৯:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০১৯

শারদীয় দুর্গোৎসব ॥ ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঙালী সনাতন ধর্মবিশ্বাসীদের সবচেয়ে বড় সর্বজনীন ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। আশ্বিনের মাঝামাঝি শরৎ শুভ্রতায় চারদিকে শুধু সাজ সাজ রবে উৎসবের আমেজ। শরতের নীল-সাদা আকাশ, ভোরের আবছা কুয়াশায় শোভা পাচ্ছে কাশফুল আর বাতাসে শেফালী ফুলের ঘ্রাণ। প্রকৃতির এ শোভনীয় রূপের মোহনীয় মুহূর্তে জানান দিচ্ছে অশুভনাশিনী আনন্দময়ী দেবী দুর্গার আগমনী বার্তা। মহালয়ার মধ্য দিয়ে ঢাক-ঢোল আর কাঁসার বাদ্যে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। দেবীর আগমনকে ঘিরে তাই ব্যস্ত যশোরের প্রতিমা কারিগররা। প্রতিমা তৈরি দেখতে ম-পে ম-পে আসছে অনেকেই। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, নানা ধর্মীয় মাঙ্গলিক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী ৩ অক্টোবর বিকেল ৫টায় পঞ্চমীতে দেবীর বোধন, ৪ অক্টোবর ষষ্ঠাদিকল্পারম্ভে দেবীর আমন্ত্রণ ও অধিবাস, ৫ অক্টোবর মহাসপ্তমী, ৬ অক্টোবর মহাষ্টমী, ৭ অক্টোবর মহানবমী, ৮ অক্টোবর দশমী পূজা সমাপন ও বিসর্জন। শাস্ত্র মতে, এবছর দেবী দুর্গা পিত্রালয়ে আসছেন ঘোটক বা ঘোড়ায় সওয়ার হয়ে আর বিদায় নেবেন একইভাবে। যশোরে শারদীয় দুর্গোৎসব আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে।
×