ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডোমারে সিজারের সময় গৃহবধূর মৃত্যু ॥ মানববন্ধন

প্রকাশিত: ০৯:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০১৯

ডোমারে সিজারের সময় গৃহবধূর মৃত্যু ॥ মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সিজার করতে গিয়ে গৃহবধূকে মেরে ফেলার ঘটনায় ডোমার উপজেলা শহরের সেভেনস্টার ক্লিনিককে বন্ধ, জড়িতদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে শতশত মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার বেলা ১১টায় ডোমার উপজেলা সংলগ্ন খেরকাটি বাজারে এই কর্মসূচী পালন করে এলাকাবাসী। সেখানে বক্তব্য রাখে আপেল মাসুদ, এসএম সবুজ, আব্দুল মালেকসহ প্রমুখ। অভিযোগে জানা যায়, জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাইটকাপাড়া গ্রামের দিনমজুর রবিউল ইসলাম তার সন্তান সম্ভাবনা স্ত্রী মেঘলা আক্তারকে (২০) সিজারের জন্য ডোমার উপজেলা শহরের সেভেন স্টার ক্লিনিকে ভর্তি করে। ওই ক্লিনিকে চিকিৎসক না থাকার কথা গোপন করে ক্লিনিকের কিছু সহকারী নিজেদের চিকিৎসক পরিচয় দিয়ে ২০ সেপ্টেম্বর রাতে রোগীর সিজার করলে একটি মেয়ে সন্তান জন্ম নেয়। কিন্তু সিজারে অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণ হারায় মেঘলা আক্তার। নওগাঁয় জাতীয় সঞ্চয় অফিসের উচ্চমান সহকারী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৫ সেপ্টেম্বর ॥ নওগাঁয় সঞ্চয় অফিস থেকে সঞ্চয়ীদের আত্মসাৎকৃত ২ কোটি ৩৭ লাখ টাকার মধ্যে ২২ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করেছে দুদক। আত্মসাৎ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে ওই অফিসের উচ্চমান সহকারী হাসান আলীকে গ্রেফতরা করা হয়েছে। দুদকের কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, জাতীয় সঞ্চয় অফিস/ব্যুরো নওগাঁর অফিস থেকে ৬২ সঞ্চয়ীর ২ কোটি ৩৭ লাখ টাকা লাপাত্তা হয়েছে মর্মে পুলিশে একটি মামলা দায়ের করেন ওই অফিসের সহকারী পরিচালক মোঃ নাসির উদ্দিন।
×