ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১২

প্রকাশিত: ০৯:৩১, ২৬ সেপ্টেম্বর ২০১৯

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১২

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৫ সেপ্টেম্বর ॥ সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পর্বত বাগান এলাকার ছোট বাড্ডায় দুপক্ষের সংঘর্ষে শ্যাম দাস (৪০) নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে। নিহত শ্যাম দাস একই এলাকার মৃত জীবন দাসের ছেলে। জানা গেছে, সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পর্বত বাগানের ছোট বাড্ডা এলাকার নারায়ণ চন্দ্র বাড়ৈর সঙ্গে পুকুরে মাছ ধরা নিয়ে একই এলাকার শ্যাম দাসের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে নারায়ণ বাড়ৈর লোকজন হামলা চালিয়ে শ্যাম দাস, তারক দাস ও পরিমল দাসকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক শ্যাম দাসকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ফরিদপুর নেয়ার পথে সে মারা যায়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শিমুলিয়া লঞ্চ ঘাটে নদীতে পড়ে হকারের মৃত্যু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ের শিমুলিয়া লঞ্চ ঘাটের পদ্মা নদীতে পড়ে নিখোঁজের সাড়ে ৩ ঘণ্টা পরে এক হকারের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশের ডুবুরি দল। নিহত ওই হকারের নাম দেলোয়ার হোসেন (৪০)। সে লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীম-লের মাহমুদপট্টি গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। দেলোয়ার শিমুলিয়া ঘাটে পানি ও পাপর বিক্রি করত। এ ছাড়াও সে পদ্মা সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানিতে লেবার হিসেবে কর্মরত ছিল। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির টু আইসি এসআই জহিরুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টার দিকে হকার দেলোয়ার হোসেন এক লঞ্চ থেকে অপর লঞ্চে যাওয়ার সময় থেকে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌপুলিশের ডুবুরি দলের যৌথ প্রচেষ্টায় বেলা সাড়ে ১২টার দিকে দেলোয়ারের লাশ নদী হতে উদ্ধার করা হয়।
×