ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ম্যুরালসহ বছরব্যাপী চসিকের কর্মসূচী

প্রকাশিত: ০৯:৩০, ২৬ সেপ্টেম্বর ২০১৯

বঙ্গবন্ধুর ম্যুরালসহ বছরব্যাপী চসিকের কর্মসূচী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী সামনে রেখে বছরব্যাপী ব্যাপক কর্মসূচী নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ উপলক্ষে মহানগরীর টাইগারপাস হিলে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনসহ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়। বুধবার দুপুরে চসিক অস্থায়ী কার্যালয়ে জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় পরিকল্পনা তুলে ধরেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। চসিক মেয়র বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর পোস্টার, ব্যানার, ফেস্টুন হবে নির্দিষ্ট ডিজাইনে। ওসব পোস্টার ব্যানারে জাতির পিতা ছাড়া অন্য কোন ছবি থাকবে না। যদি সে সুযোগ রাখা হয় তবে সন্ত্রাসীরাও ছবি দিয়ে পোস্টার বের করবে। এ বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। তিনি বলেন, টাইগারপাস হিলে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। আলোকসজ্জা, শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপিত হবে। সভায় বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামশুদ্দোহা, বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মোঃ জাফর আলম, চসিকের সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) পরিচালক আহমেদ ইকবার হায়দার প্রমুখ।
×