ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নওয়াপাড়া জুট মিলের জমে থাকা বর্জ্যে জন্ম নিচ্ছে মশা

প্রকাশিত: ০৯:৩০, ২৬ সেপ্টেম্বর ২০১৯

নওয়াপাড়া জুট মিলের জমে থাকা বর্জ্যে জন্ম নিচ্ছে মশা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামে নওয়াপাড়া জুট মিলের জমে থাকা বর্জ্য থেকে মশা জন্ম নিচ্ছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী। মিলের অফিস, আবাসিক ও অনাবাসিক এলাকার সকল বর্জ্য পাইপ লাইনের মাধ্যমে ফেলা হচ্ছে রেলওয়ের জমিতে। ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহী রোগে আক্রান্ত হওয়ার আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। নওয়াপাড়া জুট মিলে গিয়ে দেখা যায়, মিলের প্রধান ফটকের পাশে সীমানা প্রাচীরের সামনে রেললাইন সংলগ্ন সরকারী জমির কয়েকটি স্থানে বিপুল পরিমাণ বর্জ্য জমে আছে। ঝোপঝাড়ে পরিপূর্ণ, যত্রতত্র ময়লা-আবর্জনার মধ্যে জমে থাকা দুর্গন্ধযুক্ত বর্জ্যে প্রচুর মশা ও ক্ষতিকর জীবাণুও রয়েছে। বর্জ্যরে পাশে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিকলীগের কার্যালয় রয়েছে। অপর পাশে রয়েছে শতশত বস্তিঘর। বস্তির রহিমা বেগমসহ কয়েকজন অভিযোগ করেন, বছরের পর বছর এভাবে মিলের সব ময়লা-আবর্জনা ও বর্জ্য পাইপের মাধ্যমে তাদের সামনে রেলের জমিতে ফেলা হয়। দুর্গন্ধে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। মিল কর্তৃপক্ষ এসব ময়লা-আবর্জনা ও বর্জ্যরে মধ্যে কোন প্রকার ওষুধও দেয় না। বর্তমানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। সেই আতঙ্কে রয়েছি আমরা। বর্জ্য ও দুর্গন্ধ থেকে মুক্তি কামনা করেন তারা। এ বিষয়ে নওয়াপাড়া জুট মিলের ম্যানেজার এ্যাডমিন মোহাম্মদ শাহীন বলেন, রেলওয়ের জমি জুট মিল লিজ নিয়ে রেখেছে। ময়লা, আবর্জনা ও বর্জ্যরে বিষয়টি তিনি উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।
×