ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইন্দোনেশিয়ায় দাবানলে এক কোটি শিশুর জীবন ঝুঁকিতে

প্রকাশিত: ০৯:১৭, ২৬ সেপ্টেম্বর ২০১৯

ইন্দোনেশিয়ায় দাবানলে এক কোটি শিশুর জীবন ঝুঁকিতে

ইন্দোনেশিয়ায় দাবানলে বিশেষ করে ৫ বছর বয়সের নিচের ১ কোটি শিশুর জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে। গার্ডিয়ান রিয়ার্ড প্রদেশে কামপারে এক স্যাঁতসেঁতে এলাকায় এ দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন অগ্নিনির্বাপণ বাহিনীর সদস্যরা। ধুঁয়োর আবরণে ঝুঁকিতে রয়েছে প্রায় ১ কোটি শিশু। জাতিসংঘ এ সতর্কতা উচ্চারণ করেছে। এ দাবানলে সাম্প্রতিক কয়েক সপ্তাহ দক্ষিণপূর্ব এশিয়ায় বিষাক্ত ধুঁয়ো ছড়িয়ে পড়ছে। স্কুল ও বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। লোকজন ফেস-মাস্ক কেনার জন্য ভিড় করছে এবং শ্বাসপ্রশ্বাসজনিত অসুস্থতার জন্য চিকিৎসা গ্রহণের জন্য চেষ্টা করছে। জাকার্তা আগুন নিয়ন্ত্রণে হাজার হাজার লোক নিয়োগ করেছে এবং ওয়াটার-বম্বিং বিমানও দায়িত্ব পালন করছে। এ অঞ্চলে দাবানল এক বার্ষিক সমস্যা। কিন্তু এ বছরের দাবানলে ২০১৫ সালের পর শুষ্ক আবহাওয়ার কারণে সবচে মারাত্মক হয়ে দেখা দিয়েছে। এতে কৃষিজমি দূষণের শিকার হচ্ছে। ফিনিক্সের আদলে তৈরি বেজিং এয়ারপোর্টের উদ্বোধন চীনের রাজধানী বেজিংয়ে নির্মিত একটি বিশাল এয়ারপোর্ট বুধবার আনুষ্ঠানিকভাবে খুলে দিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট শি জিন পিং। চীনা কমিউনিস্ট পার্টিও ৭০ বছর পূর্তিকে সামনে রেখে শি জিন পিং ডাক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামের এই বিমানবন্দরটি খুলে দিলেন। রূপকথার ফিনিক্স পাখির আদলে নির্মিত ডাক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বেজিংয়ের দক্ষিণ দিকে অবস্থিত। -সিনহুয়া
×