ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অফিসকালীন ফুটপাথ হকারমুক্ত করার ঘোষণা ডিএসসিসি মেয়রের

প্রকাশিত: ১২:০৩, ২৫ সেপ্টেম্বর ২০১৯

অফিসকালীন ফুটপাথ হকারমুক্ত করার ঘোষণা ডিএসসিসি মেয়রের

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় অবৈধ রিক্সা ও অবৈধ যানচলাচল বন্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। একইসঙ্গে অফিস চলাকালীন সকল ফুটপাথ যেন স্থায়ীভাবে হকারমুক্ত থাকে সে কার্যক্রম পরিচালনা করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এ বিষয়ে যৌথভাবে এ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি। মঙ্গলবার ডিএসসিসি নগর ভবনে আয়োজিত এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগরীর অবৈধ যানবাহন বন্ধ, ফুটপাথ দখলমুক্ত এবং অবৈধ পার্কিং বন্ধের উদ্যোগ গ্রহণ করার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাঈদ খোকনের সভাপতিত্বে বৈঠকে পুলিশ কমিশনার (ডিএমপি ও গাজীপুর), বিআরটিসির চেয়ারম্যান, বিআরটিএ, রাজউক, সড়ক পরিবহন নেতা ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। মেয়র বলেন, ফুটপাথ ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে।
×