ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছাত্রদলের ওপর হামলার পর ছাত্রলীগের ৭ দফা নির্দেশনা

প্রকাশিত: ১২:০২, ২৫ সেপ্টেম্বর ২০১৯

ছাত্রদলের ওপর হামলার পর ছাত্রলীগের ৭ দফা নির্দেশনা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মী ও সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার পর নেতাকর্মীদের উদ্দেশ্য ৭ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের ওই নির্দেশনা দেয়া হয়। নির্দেশনায় বলা হয়, সাংগঠনিক নির্দেশনা ব্যতিরেকে অতি উৎসাহী কোন পদক্ষেপ গ্রহণ না করা; ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার ব্যক্তিগত ব্যানার ও পোস্টার লাগানো সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে; বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায়ে রাখতে উচ্চস্বরে হর্ণ বাজিয়ে মোটরবাইক চালানো, শোডাউন করা, সাংগঠনিক কর্মসূচীর বাইরে রাতে মিছিল করা চলবে না; বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত গণমাধ্যমের বন্ধুদের সংবাদ প্রচারে সহযোগিতা প্রদানকে নেতাকর্মীদের কর্তব্য বিবেচনা করা; বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গেস্টরুমে অসৌজন্যমূলক কর্মকা- থেকে বিরত থাকা; ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল প্রগতিশীল অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার মনোভাব, দায়িত্বশীল আচরণ করতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে। ছাত্রদল নেতাকর্মী ও সাংবাদিকদের ওপর হামলায় সাদা দলের বিবৃতি ॥ ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা ও এতে তিনজন সাংবাদিকসহ ২০ জনেরও অধিক ছাত্রদলের নেতা-কর্মীর আহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ঢাবির বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকরা। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, জাতীয় রাজনীতিতে যেমন গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে, তেমনি আমাদের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়েও। ছাত্রদল নেতা-কর্মী ও সাংবাদিকদের ওপর হামলা ক্যাম্পাসে ছাত্রলীগের ধারাবাহিক সন্ত্রাসী কর্মকা-েরই বহিঃপ্রকাশ। সাংবাদিকের ওপর হামলাকারীদের বহিষ্কার দাবি ॥ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সংগ্রহকালে তিন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহত হওয়ার ঘটনায় বিচার দাবি করেছে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। হামলায় জড়িতদের অবিলম্বে বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা। জড়িতদের বহিষ্কারের দাবিতে ডুজার ২৪ ঘণ্টার আল্টিমেটাম ॥ ক্যাম্পাসে সাংবাদিকের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) । আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে। কলাবাগানে ড্যাফোডিল পলিটেকনিকে অগ্নিকা- স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কলাবাগানে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। কি কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতি পরিমাণ কত তা তদন্ত করে জানানো হবে। তদন্ত চলছে। এদিকে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী পরিচালক মজিবুর রহমান খোকন জানান, আমরা সবাই নিরাপদেই রয়েছি।
×