ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

প্রকাশিত: ১১:৩৩, ২৫ সেপ্টেম্বর ২০১৯

দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ একমাস পর সরকারী পরিসংখ্যানে বেড়েছে মৃত ডেঙ্গু রোগীর সংখ্যা। বর্তমানে এই সংখ্যা ৭৫ জন। বেসরকারী হিসেবে তা অনেক আগেই ২শ’ অতিক্রম করেছে এবং প্রতিদিনই গড়ে দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু ঘটছে। মঙ্গলবারও খুলনা ও বরিশালে একজন করে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এদিন রাজধানীর তুলনায় ঢাকার বাইরে তিনগুণ নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে । আর সারাদেশে চিকিৎসাধীন রয়েছে প্রায় ২ হাজার ডেঙ্গু রোগী। বরিশাল ॥ স্টাফ রিপোর্টার বথেকে জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ বরুবিবি (৬০) নামের এক বৃদ্ধা মঙ্গলবার দুপুরে মারা গেছেন।
×