ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নির্বাচন অফিসের আরও ৩ কর্মচারী রিমান্ডে

প্রকাশিত: ১১:৩২, ২৫ সেপ্টেম্বর ২০১৯

নির্বাচন অফিসের আরও ৩ কর্মচারী রিমান্ডে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করে রোহিঙ্গাদের ভোটার করার চেষ্টার ঘটনায় গ্রেফতার চট্টগ্রাম নির্বাচন অফিসের তিন ডাটা এন্ট্রি অপারেটরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোঃ নোমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, ঢাকা কার্যালয় থেকে গ্রেফতার কর্মকর্তা শাহানুর মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আজ বুধবার রিমান্ডের আবেদন করবে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। মঙ্গলবার আদালতের আদেশে যাদের রিমান্ড মঞ্জুর হয়েছে তারা হলেন কোতোয়ালি থানার ডাটা এন্ট্রি অপারেটর মোঃ শাহীন, বন্দর থানার ডাটা এন্ট্রি অপারেটর মোঃ জাহিদ এবং ডবলমুরিং থানার ডাটা এন্ট্রি অপারেটর পাভেল বড়ুয়া।
×