ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাপানে কর্মী পাঠানোর সুবর্ণ সুযোগ

প্রকাশিত: ১১:৩২, ২৫ সেপ্টেম্বর ২০১৯

জাপানে কর্মী পাঠানোর সুবর্ণ সুযোগ

জনকণ্ঠ ডেস্ক ॥ জাপানে শ্রমশক্তির চাহিদা দিন দিন বাড়ছে। এই সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশে। কারণ দেশে অনেক দক্ষ লোক রয়েছে। তাই জাপানে কর্মী পাঠানোর এটা সুবর্ণ সুযোগ। জাপানে দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে ইতোমধ্যে দু’দেশের মধ্যে সহযোগিতা স্মারকও সই হয়েছে। এ বিষয়ে দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মঙ্গলবার টোকিওতে আয়োজিত এক সেমিনারে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এ কথা বলেন। খবর বাংলা নিউজের। টোকিওর বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, টোকিওর সাঙ্গিও কাইকান হলে বাংলাদেশের জনসম্পদ উন্নয়ন বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়। টোকিওর বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় জাপানের ইন্টারন্যাশনাল পারসনেল ম্যানেজমেন্ট (আইপিএম) ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
×