ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইসিটির সর্বোচ্চ ব্যবহার ছাড়া উন্নত সেবা দেয়া সম্ভব নয় ॥ মেয়র আতিক

প্রকাশিত: ১১:৩২, ২৫ সেপ্টেম্বর ২০১৯

আইসিটির সর্বোচ্চ ব্যবহার ছাড়া উন্নত সেবা দেয়া সম্ভব নয় ॥ মেয়র আতিক

স্টাফ রিপোর্টার ॥ নাগরিক সেবায় আইসিটির সর্বোচ্চ ব্যবহার ছাড়া উন্নত সেবা দেয়া সম্ভব নয় বলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। একই সঙ্গে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব স্মার্ট সিটি তৈরিতে সর্বপ্রথম দরকার উদ্ভাবনী চিন্তাশক্তি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করার উপর গুরুত্বারোপ করেন তিনি। মঙ্গলবার রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ ভবনে ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারস (আইইইই) আয়োজিত স্মার্ট সিটি ইনোভেটিভস-বাংলাদেশ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র এসব কথা বলেন। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিয়া সাহনাজের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুর রহমান এবং ভারতের ড. রামকৃষ্ণ কাপ্পাগানতু। এছাড়া দেশী-বিদেশী প্রখ্যাত গবেষক, শিক্ষক ও বুয়েটের শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন।
×