ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোবাইল চুরির অপবাদে কিশোরকে উলঙ্গ করে গাছে বেঁধে নির্যাতন

প্রকাশিত: ১১:৩১, ২৫ সেপ্টেম্বর ২০১৯

মোবাইল চুরির অপবাদে কিশোরকে উলঙ্গ করে গাছে বেঁধে নির্যাতন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৪ সেপ্টেম্বর ॥ শেরপুরের নালিতাবাড়ীতে এবার মোবাইল চুরির অপবাদে মনিরুল ইসলাম ওরফে পুতুরা (১৪) নামে এক ছিন্নমূল কিশোরকে রাস্তা থেকে ধরে নিয়ে উলঙ্গ করে গাছে বেঁধে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় সোমবার রাতে ইসহাক (৩০) ও রবিউল (২০) নামে ২ সহোদর যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ গ্রেফতারকৃত ২ যুবককে আদালতে সোপর্দ করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা হোসেন তুশি রবিবার রিমান্ড শুনানির তারিখ ধার্য করে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই নির্যাতনের ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওতে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা যায়, নালিতাবাড়ী উপজেলার পশ্চিম রাজনগর বন্ধুপাড়া গ্রামের নির্যাতনের শিকার কিশোর মনিরুল ইসলাম ওরফে পুতুরার পিতা ও মাতার মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় তার মা ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করেন। খোঁজ রাখেন না পিতা। ফলে ওই কিশোর একই এলাকায় তার নানা হতদরিদ্র মকবুল হোসেনের আশ্রয়ে বড় হচ্ছিল। ২২ সেপ্টেম্বর রবিবার স্থানীয় আব্দুস সালামের বাড়ি থেকে একটি মোবাইল সেট চুরি হয়। ওই ঘটনায় বাড়ির লোকজন মনিরুল ইসলাম ওরফে পুতুরাকে সন্দেহ করে। একপর্যায়ে একইদিন মনিরুলকে রাস্তা থেকে ধরে পড়নের লুঙ্গি খুলে কাঁধে ঝুলিয়ে টেনে-হিঁচড়ে সালামের বাড়িতে নিয়ে যায় সালামের পুত্র ইসহাক ও রবিউলসহ অন্যরা। পরে তাকে ওই বাড়ির নারিকেল গাছে পেছনে হাতমোড়া দিয়ে রশিতে বেঁধে শারীরিক নির্যাতন চালায়।
×