ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এখন ঘরে ঘরে ক্যাসিনো, মানুষের নিরাপত্তা নেই ॥ ফখরুল

প্রকাশিত: ১১:২৯, ২৫ সেপ্টেম্বর ২০১৯

এখন ঘরে ঘরে ক্যাসিনো, মানুষের নিরাপত্তা নেই ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটে মঙ্গলবার বিএনপির বিভাগীয় সমাবেশে দলের শীর্ষ পর্যায়ের এক ডজন নেতা উপস্থিত হলেও স্থানীয় নেতা কর্মীর উপস্থিতি ছিল কম। পূর্ব ঘোষিত এই সমাবেশ কর্মসূচী অনেকটা দায়সারাভাবেই সমাপ্ত হয়েছে। স্থানীয় নেতা কর্মীদের চাঙ্গা করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচী বিপুল সংখ্যক নেতাকর্মীর অনুপস্থিতির কারণে ততটা সফল হয়নি। স্থানীয় রেজিস্ট্রারি মাঠে বিকেল ৩টা ৪০ মিনিটে উপস্থিত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন ঘরে ঘরে ক্যাসিনো। দেশের মানুষের কোন নিরাপত্তা নেই। প্রতিদিন সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৫০ থেকে ৬০ জন মানুষ মারা যাচ্ছে। সরকার গ্যাস বিদ্যুত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে। সরকারের সবাই লুটেরা। মেগা প্রকল্পের নামে মেগা লুট হচ্ছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, রোহিঙ্গারা ২ বছরের বেশি সময় ধরে এদেশে আছে। একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারেনি সরকার। ফখরুল বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হলেন খালেদা জিয়া। এই নেত্রী যখন সমাবেশের মঞ্চে দাঁড়ান, তখন চারদিকে একটা নূর ছড়িয়ে পড়ে। এই নূর হচ্ছে স্বাধীনতা ও সার্বভৌমত্বের নূর, গণতন্ত্রের নূর, ধর্মের নূর। ইতিহাস সৃষ্টি করা এই নেত্রীকে মুক্তি দিতেই হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মিলবে না। তারেক রহমান দেশে ফিরতে পারবেন না। তাই আগে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। পরে খালেদা জিয়ার মুক্তি আর দেশে ফিরবেন তারেক রহমান। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আদালতের ওপর রাজনৈতিক প্রভাবের কারণে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাচ্ছে না। রাজপথে আন্দোলনের মাধ্যেেম তাকে মুক্ত করতে হবে।
×